,

হবিগঞ্জে পুলিশের ব্যতিক্রমধর্মী নৌবিহারকালে ক্রাইম মিটিং

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পুলিশের জাকজমকপূর্ণ নৌবিহারকালে জেলা পুলিশ ক্রাইম মিটিং, কমিউনিটি পুলিশিং সভা, বিথঙ্গল আখড়া কমিটির সাথে মতবিনিময় সভা শেষে ক্ষুদে বাউল সঙ্গীতের মাধ্যমে হাওর ভ্রমনের সমাপ্তি ঘটে। গত ০৪ আগষ্ট শুক্রবার দিনব্যাপী বিথঙ্গল এলাকার হাওরে ব্যাতিক্রমধর্মী জাতজমকপূর্ণ সুসজ্জিত ইঞ্জিন নৌকায় নৌবিহারকালে সকাল ১০টায় জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা পুলিশ ক্রাইম মিটিং এ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (উত্তর) সাজেদুল ইসলাম, (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান, স্বাগতিক ওসি নবীগঞ্জ আব্দুল বাতেন খাঁন, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, ওসি বাহুবল মোশারফ হোসেন, ওসি চুনারুঘাট অমূল্য কুমার চৌধুরী, হবিগঞ্জ সদর বিশ্বজিৎ দে ওসি (তদন্ত), ওসি লাখাই মোজাম্মেল হক, ওসি মাধবপুর মনির হোসেন, ওসি শায়েস্থাগঞ্জ ইয়াছিনুল হক, ওসি ডিবি মোক্তাদির হোসেন, ডিআইও (১) গোলাম মরতুজা, ওসি (তদন্ত) আজমিরীগঞ্জ হুমায়ুন কবির, কোর্ট ইন্সপেক্টর কামাল হোসেন, স্টেনো (১) রন্টু দে, সিএ ব্রজেন্দ্র সিংহ ও নেত্রকোনা চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট আব্দুল ওয়াহেদ প্রমুখ। ১২টায় ডিজিএম হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সভায় সভাপতিত্ব করেন সুকুমার দাশ মোহন্ত। সভায় এসপি জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (উত্তর) সাজেদুল ইসলাম, (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, ইউপি সদস্য মাসুম আহমেদ, আফতাব উদ্দিন, ধলন দেব, আহাদ মিয়া, তজমুল চৌধুরী প্রমুখ। ২ ঘটিকায় বিথঙ্গল আখড়া ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ছাড়াও বক্তৃতা করেন আখড়ার মোহন্ত সুকুমার দাশ, শংকর পাল, এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, এডভোকেট স্বরাজ বিশ্বাস, জগদীশ মোদক, হীরেন্দ্র দত্ত প্রমুখ। ৩ ঘটিকায় বিথঙ্গল পুলিশ ফাড়ি প্রাঙ্গনে পুলিশ প্যারেডে পুলিশ সুপারকে আনুষ্টানিকভাবে সেলুট প্রদান করা হয়। হাওড় ভ্রমন শেষে বানিয়াচং এর কালারডোবা নৌকা ঘাটে পৌছানো পর্যন্ত একনাগাড়ে চলতে থাকে বাউল সঙ্গীত। ঘাটে পৌছে ভ্রমনের সমাপ্তিকালে এসপি সহ পদস্থ পুলিশ কর্মকর্তারা ব্যতিক্রমধর্মী নৌভ্রমন ও কার্যক্রমকে বাংলাদেশে পুলিশের জন্য অনুকরনীয় দৃষ্টান্ত হিসাবে মন্তব্য করে বক্তৃতা করেন।


     এই বিভাগের আরো খবর