,

আবারো পিছিয়ে গেল কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের তারিখ নবম বারের মতো পিছিয়ে গেল। আসামিরা আদালতে হাজির না হওয়ায় গতকাল রবিবার সকালে চার্জ গঠনের তারিখ পিছিয়ে দেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, মামলায় ১৪ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্থকৃত মেয়র জিকে গউছ সহ ১৩ জনকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্থকৃত মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। তাই নবম বারের মতো চার্জ গঠনের দিন পেছানো হলো। এর আগে ২১ জুন ও ৬, ১৪, ২৩ জুলাই, ৩, ১০, ১৮ ও ২৫ আগস্ট চার্জ গঠনের তারিখ পেছানো হয়। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। গ্রেনেড হামলার এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা করেন।


     এই বিভাগের আরো খবর