,

আনন্দপুরে বিভিন্ন দলের ২ শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু (৩য় পৃষ্ঠায় দেখুন) জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও আর্দশিক রাজনীতিতে বিশ্বাস করে। আওয়ামীলীগ এর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দেশের জনগন আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসায় সর্বক্ষেত্রে উৎপাদন বেড়েছে। সেই সাথে দেশের আইন শৃংখলা পরিস্থতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রয়েছে। তিনি আরো বলেন, এই এলাকায় আমার সময়ে যত উন্নয়ন হয়েছে এত উন্নয়ন আর কেউ করেনি। ইনশাল্লাহ সকলের দোয়া এবং আশির্বাদে আগামী দিনেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এলাকার রাস্তাঘার্ট, স্কুল, মসজিদ, মক্তব, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, মন্দির, শশ্মানসহ যাবতীয় উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। গতকাল বিকাল ৩ টায় সদর উপজেলার আনন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যোগদান অনুষ্ঠান শেষে গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মর্তুজ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট আবুল কালাম এর পরিচালনায় জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়াম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শেখ সেবুল আহমেদ, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি জাহির মিয়া, সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ রনি। অন্যান্যোর মাঝে বক্তব্য রাখেন আব্দুল মালেক ইদু, জালাল উদ্দিন, খালেক মেম্বার, আহাম্মদ মিয়া, হোসাইন মোঃ আক্তার, সেলিম মিয়া, বিশিষ্ঠ মুরব্বী কাজল সরদার, আনজব আলী, নুর মিয়া সরদার, জালাল সরদার, আলতা মিয়া সরদার, সিরাজ মিয়া চৌধুরী, যোগদানকৃতদের মধ্যে বক্তব্য রাখেন বর্তমান মেম্বার সোনাই মিয়া, সাবেক মেম্বার আফিল উদ্দিন, আলহাজ্ব আব্দুস সালাম, মো. কাজল মিয়া প্রমূখ। জনসভা শেষে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি আবু জাহির প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।


     এই বিভাগের আরো খবর