,

যুবতীকে মালয়েশিয়া পাচার নবীগঞ্জের অমৃতা খাগাউড়ার ৩ মানব পাচারকারী আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকা থেকে এক যুবতীকে মালয়েশিয়া পাচারের অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর এসআই কৃষ্ণ মোহন দেবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কোর্ট মসজিদ এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হল নবীগঞ্জ উপজেলার অমৃতা খাগাউড়া গ্রামের মৃত লোদাই মিয়ার পুত্র শওকত আলী (৪৫), মৃত আসাব আলীর পুত্র সেগেন মিয়া (৫৫) ও মৃত শওকত আলীর পুত্র আব্দুস সহিদ (৩৪)। এ ঘটনায় উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা মৃত কদর আলীর কন্যা ও হারুন মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম ওরফে আনই বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করা করেন। মামলার বিবরণে জানা যায়, আনোয়ারার ভাগ্নি ভিকটিম পারুল বেগমকে চাকুরীর কথা বলে মালয়েশিয়া পাঠানোর জন্য ১ লাখ টাকায় চুক্তি করে। পাঠানোর সময় ৫০ হাজার এবং পৌছার পর ৫০ হাজার দেয়ার কথা থাকে। চুক্তি অনুযায়ী গত ৫ জুন আটককৃত আসামীসহ আরো ৩-৪ জন সকাল ৯টার সময় ভিকটিম পারুলকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে চট্টগ্রামে নিয়ে জাহাজের তুলে দেয়। ১ দিন পর পারুল মালয়েশিয়া পৌছেছে, বাকী ৫০ হাজার টাকা পরিশোধ করার কথা বলা হয়। এসময় আনোয়ারা পারুলের সাথে ফোনে কথা বলতে চাইলে তারা টালবাহানা শুরু করে। এরপর থেকে পারুলের কোন হদিস পাওয়া যাচ্ছে না। এরপর থেকে উল্লেখিতরা গা ঢাকা দেয়। তাদের আত্মগোপন থাকায় বাদীর সন্দেহ হয় পারুলকে পাচার করা হয়েছে। এ ঘটনায় নিরূপায় হয়ে পারুলকে উদ্ধারের জন্য আনোয়ারা খাতুন বাদী হয়ে আইনের আশ্রয় নিয়েছে। পুলিশ জানায় আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় নারী পাচারসহ তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আটককৃতদেরকে কোর্টে প্রেরণ করে পারুলকে উদ্ধারের জন্য রিমান্ডের আবেদন করা হবে।


     এই বিভাগের আরো খবর