,

পুলিশ সুপারের সাথে চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত সবার সহযোগীতা নিয়ে ইভটিজিং ও ছাত্রী নির্যাতন কঠোর হস্তে দমন করা হবে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, সবার সহযোগীতা নিয়ে ইভটিজিং ও ছাত্রী নির্যাতন কঠোর হস্তে দমন করা হবে। এ ধরনের জঘন্য অপরাধ বন্ধে অভিভাবক, ব্যবসায়ী, সচেতন মহল ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইনড্রাস্টির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন। হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইনড্রাস্টির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেন, সমাজে এধরনের জঘন্য অপরাধ দমন করতে ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগীতা করবে। এধরনের জঘন্য অপরাধের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শহরের বিভিন্ন পাড়া ও মহল্লায় এধরনের বখাটেদের তথ্য পুলিশকে জানানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, মো. দেওয়ান মিয়া, দুলাল সুত্রধর, মো.নাসির উদ্দিন, কায়সার আহমেদ চৌধুরী জনি, জয়নাল আবেদীনসহ নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর