,

হবিগঞ্জে ছাত্রী নির্যাতনকারী রাহুলকে স্কুল থেকে বহিস্কার

আব্দুল হামিদ ॥ হবিগঞ্জে স্কুলছাত্রীকে মারধোরের ঘটনার নায়ক রুহুল আমীন রাহুলকে স্কুল থেকে বহিস্কার করেছে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ কতৃপক্ষ। স্কুলের প্রদান শিক্ষক আবুল লেইছ গত মঙ্গলবার দুপুরে বহিস্কার করার কথা সাংবাদিকদের জানান। তিনি জানান, রাহুল হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র। সে যে ঘটনা করেছে তাতে করে স্কুলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ভবিষ্যতে যাতে আর কেউ এ ধরনের ঘটনা করতে সাহস না পায় তার জন্যই রাহুলকে বহিস্কার করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৬ আগস্ট হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে মারধোর করে বখাটে রুহুল আমীন রাহুল। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তৎপর হয় পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন তাকে সদর থানায় নিয়ে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে নির্যাতিতা মেয়ের পিতা বাদী হয়ে রাহুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ধারাও জুড়ে দিয়ে মামলা দায়ের করেন। পরে জেলা ও দায়রা জজ আতাব উল্লার নির্দেশে তাকে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত সমাজ সেবা অধিদপ্তরের শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর