,

ইভটিজিং বন্ধে স্কুল-কলেজে মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে ইভটিজিং বন্ধ করার উদ্দ্যোগ নিয়েছে সদর থানা পুলিশ। এ লক্ষ্যে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। গত বৃহস্পতিবার সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জে কে এন্ড এইচ কে হাই স্কুল, হবিগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ও হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে পরামর্শ সভা করেন। পুলিশের পক্ষ থেকে ওসি ইভটিজিং রোধে সকলের সহযোগীতার চান এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন এ থানায় যতদিন থাকবেন ইভটিজিং বরদাশত করবেন না। যারা ইভটিজিং করবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সকলে মিলে ইভটিজারকে ধরতে পুলিশকে সহযোগিতার আহবান জানান। এসময় বক্তব্য রাখবেন হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব, আবু লেইছ, সিনিয়র শিক্ষক মাহবুব কামাল, আব্দুস সালাম, জহিরুল ইসলাম, সুধীর রায়, হবিগঞ্জ উচ্চ বালিকা ও বিকেজিসি উচ্চ বালিকার প্রধান শিক্ষিকা বক্তব্য রাখেন। এসময় তাদের পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। ছাত্রীদেরকে সর্তক থাকার জন্য বলা হয়।


     এই বিভাগের আরো খবর