,

নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক শিক্ষক লাঞ্চিত হওয়ায় প্রতিবাদ ও সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবি এবং সকল বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর থেকে ৭.৫৫ ভ্যাট প্রত্যাহারের প্রত্যাহারের দাবিতে সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসুচি ঘোষনা করেন। এরই অংশ বিশেষ গত বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি এম এ মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারন সম্পাদক চৌধরী এম এ এম স্বপন এর পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম সাধার সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার জাতীয় ছাত্রসমাজ সভাপতি নিয়ামুল করিম অপু, নবীগঞ্জ পৌর জাতীয় ছাত্র সমাজ এর সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সম্রাট দেব ঝিনুক, সদস্য সচিক লিটন সুত্রধর, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক দপ্তর সম্পাদক শেখ সুহেল আহমদ, প্রচার সম্পাদক আক্কাছ মিয়া চৌধুরী, ছাত্র সমাজ নেতা ফয়ছল আহমদ মাহমুদ, বাচ্ছু মিয়া, মৌলদ আহমদ, আলমগির চৌধুরী, জাফর ইকবাল তালুকদার, রিপন চৌধুরী, পৌর ছাত্র সমাজ নেতা, নুর মিয়া সুভ দাশ ফয়ছল আহমদ রায়সেল আহমদ সামাদ, বাবলু সুত্রধর, সেলিম উদ্দিন, কদ্দুছ আহমেদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর