,

নবীগঞ্জের শৈলা কমিউনিটি ক্লিনিক ও কীর্তি নারায়ন কলেজের গেইট উদ্বোধন

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেছেন, মানবসেবা হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেবা। জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর দেশের প্রান্তিক জনপদে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিলেন। বিএনপি সরকার ক্ষমতায় এসে কমিউনিটি কিনিকগুলো বন্ধ করে দিয়ে জনগণকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করেছেন। মানবসেবার দৃঢ় প্রত্যয় নিয়ে শেখ হাসিনা দেশে বর্তমানে প্রায় সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করে আবারো প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূব) ইউনিয়নের শৈলা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, কীর্তি নারায়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার হোসেন টিটু, সাংবাদিক মতিউর রহমান মুন্না, আওয়ামীলীগ নেতা শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) অজিত কুমার দাশ। শৈলা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন শেষে এর নিকটস্থ কীর্তি নারায়ন কলেজের প্রবেশ গেইট উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। পরে উক্ত কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর