,

লন্ডনে পৌঁছেছেন বেগম জিয়া হিথ্রো বিমান বন্দরে আওয়ামীলীগ বিএনপি‘র পাল্টাপাল্টি শ্লোগান

মতিয়ার চৌধুরী (লন্ডন থেকে) ॥ গতকাল লন্ডন সময় বুধবার সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানাতে সমবেত হন বিএনপি নেতাকর্মীরা পাশাপাশি বেগম জিয়ার লন্ডন সফর প্রতিহত করতে বিমান বন্দরের অবস্তান নেয় যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতুত্বে যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগ সহ শতিাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এসময় বিএনপি কর্মীরা তাকে স্বাগত জানিয়ে শ্লোগান দিলে শুরু করলে পাল্টা ‘‘শ্লোগান খুনি জিয়া জামাতের দোষর খালেদা’’ শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে পরিস্তিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এসে শান্ত করে। এদিকে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়েও বুধবার সকালে লন্ডনে পৌঁছেছেন। লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জিয়া পরিবারের বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের সঙ্গে দীর্ঘ ৮ বছর পর পারিবারিক আবহে ঈদুল আজহা উদযাপন করবেন বেগম খালেদা জিয়া। দেশের বাইরে এই প্রথমবারের মতো সপরিবারে ঈদ করছেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপার্সনের আগমনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। এসময় নেতাকর্মীদের হাতে গত জানুয়ারীর মাসের আন্দোলনে নিহত আহতদের ছবি শোভা পায়। ভোর রাত থেকেই শতাধিক বিএনপি নেতাকর্মী হিথ্রো বিমানবন্দরে অপেক্ষা করতে থাকেন নেত্রীকে বরণ করার জন্য। এসময় নেতাকর্মীরা সারিবদ্ধ হয়ে স্লোগান দিতে থাকেন। বেগম জিয়াকে বড় পুত্র তারেক রহমান নিজে গাড়ী ড্রাইভিং করে বিমানবন্দর থেকে সরাসরি নিজ বাড়ীতে নিয়ে যান। এখন পর্যন্ত বিমান বন্দরে যুক্তরাজ্য বিএনপি ও আওয়ামীলীগের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। লন্ডনে অবস্থান কালে বেগম জিয়া তারেক রহমানে বাসায় অবস্থান করবেন না অন্য কোথাও থাবকেন তানিয়ে লুকোচুরি করছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। ক্যানারী ওয়ারফের একটি অভিজাত হোটেলে রুম বুকিং দেয়া হলেও তিনি কোথায় থাকবেন তা নিশ্চিত করে জানা জায়নি। এদিকে আওয়ামীলীগ নেতৃত্বাধীন সমমনা দলগুলো জানিয়েছ বেগম জিয়াকে লন্ডনে কোন সভাসমাবশ করতে দেয়া হবেনা। বেগম জিয়াকে স্বাগত জানোতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের নেতৃত্বে সেক্রেটারী কয়ছর এম আহমদসহ সিনিয়র নেতৃবৃন্দদের সাথে নিয়ে উপস্থিত ছিলেন। অন্য দিকে বেগম জিয়ার লন্ডন সফর প্রতিহত করতে হিথ্রো বিমান বন্দরে প্রতিবাদী বেনার ফেষ্টুন ও শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে উপস্থিত হয়েছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জান চৌধুরী, মারূরফ চৌধুরী আ.স.ম মিসসবাহ, যুবলীগের প্রেসিডেণ্ট ফখরুল সিলাম মধু, সেক্রেটারী সেলিম খান, জামাল খান প্রমুখ।


     এই বিভাগের আরো খবর