,

এমপি কেয়া চৌধুরীর ব্যতিক্রমী উদ্যোগ বাহুবলে মহিলা সদস্যাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

বাহুবল প্রতিনিধি ॥ মৃৎ শিল্প, তাঁত শিল্প ও চা শিল্পে জড়িত নারীদের পর এবার মহিলা মেম্বারদের জন্য আত্ম-কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিলেন কেয়া চৌধুরী এমপি। তিনি গতকাল বুধবার সকালে বাহুবল উপজেলা পরিষদ সভাকে ১৮ জন মহিলা ইউপি মেম্বারের হাতে তোলে দিলে সেলাই মেশিন ও নগদ অর্থ। টেস্ট রিলিফ (টি.আর) প্রকল্পের বরাদ্দ থেকে সেলাই মেশিন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে বিশেষ আর্থিক বরাদ্দ এনে তিনি এ উদ্যোগ বাস্তবায়ন করেন। সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণকালে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইউপি মহিলা মেম্বারগণ সার্বক্ষণিক সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকেন। তাদের ব্যক্তিগত আয়ের সুযোগ নেই। এ অবস্থায় এ সেলাই মেশিন ও নগদ অর্থ ব্যবহার করে যদি তারা আত্ম-কর্মসংস্থান তৈরি করে নিতে পারেন, তাহলে পরিবারে তাদের গুরুত্ব যেমন বাড়বে, তেমনে ওই অঞ্চলের নারীরাও আত্ম-কর্মসংস্থানের প্রতি ঝুঁকবে। তিনি মহিলা মেম্বারদের উদ্দেশ্যে বলেন, আপনারা এ মেশিন ও অর্থ ব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি আশপাশের বেকার নারীদের প্রশিতি করার মাধ্যমে স্বাবলম্বী করবেন। এতে আপনাদের এলাকার নারীরা উপকৃত হবেন, আপনাকেও তারা সমীহ করবেন। কেয়া চৌধুরী এমপি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে দেশ থেকে বেকারত্ব দূরীকরণে কাজ করে যাচ্ছে। বেকারত্ব দূরীকরণের মাধ্যমেই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে তরাত্বিত করা সম্ভব। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে আমি নিজ উদ্যোগে অত্র এলাকায় বিভিন্ন কর্মসংস্থানমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার কাছ চালিয়ে যাচ্ছি। এছাড়াও সরকারের সীমিত সামর্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশেষ বরাদ্দ এনে বিভিন্ন ক্ষুদ্র ঋণ ও নারীদের সেলাই মেশিন সহ বিভিন্ন কর্মসংস্থানমূলক সরঞ্জাম প্রদান করেছি। এ ধারা আমি অব্যাহত রাখতে চাই। সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুমনা আল-মজীদ ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।


     এই বিভাগের আরো খবর