,

বাহুবলে ১৬ কেজি গাজাঁসহ গ্রেফতার ২

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈম ও এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বাহুবল উপজেলা সদরের ৩শ গজ পশ্চিমে হিরা মিয়ার মালিকানাধীন মখলিছ মিয়া ওরফে মখলিছ ভাঙ্গারীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ গাঁজা ও গাঁজা ব্যবসায়ী নাজমা বেগম (৩৪) ও ইমান আলীর পুত্র সোহেল (৩৫) কে গ্রেফতার করে। তাদের বাড়ি আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে। এসময় মূল হোতা মখলিছ ভাঙ্গারী, নাজমার স্বামী হেলিম ও সরকার দলীয় এক নেতা ছিটকে পালিয়ে যায়। উল্লেখ্য, বিগত ১৫/১৬ বছর ধরে আজমিরিগঞ্জ উপজেলার শিবাপাশা গ্রামের এক সময়ের দরিদ্র মখলিছ মিয়া (৪০) বাহুবল উপজেলায় এসে ফেরী করে ভাঙ্গারী ব্যবসা শুরু করে। এর কয়েক মাস পরই বাহুবল বাজারের পশ্চিম পাশে মহাসড়ক ঘেষা সাবেক যুবলীগ সভাপতি ইলিয়াছ আখঞ্জির মালিকানাধীন পুরো মার্কেট ভাড়া নিয়ে ভাঙ্গারী ব্যবসা সম্প্রসারণ করে মখলিছ। এখানে ভাঙ্গারী ব্যবসার আড়ালে পতিতা ব্যবসা, অবৈধ মালামাল পাচার ও চোরাই মালের ব্যবসা করে আজ কোটিপতি মখলিছ। এই সময়ের মাঝে ওই মখলিছ চোরাই মালসহ অসংখ্যবার র‌্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হয়। সাময়িক কারাভোগ শেষে আবারো ওই স্থানে থেকেই পুরনো ব্যবসা চালিয়ে যেতে থাকে। তার এই অবৈধ ব্যবসায় সরকার দলীয় এক নেতাও শেয়ারে জড়িত বলে স্থানীয় লোকজন জানায়। পুলিশ জানায়, মূল হোতা মখলিছকে গ্রেফতারের চেষ্টা চলছে।


     এই বিভাগের আরো খবর