,

বানিয়াচংয়ে টিআরের চাল স্বেচ্ছাসেবক লীগ নেতাদের পেটে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারি মঈন উদ্দিন ভূয়া মাষ্টার রোল দেখিয়ে মুরাদপুর মক্তবঘর উন্নয়নের টিআর বরাদ্দের চার টন চাল আত্মসাৎ করেছেন অভিযোগ পাওয়া গেছে। একই কায়দায় ইকরামবাগে মদিনা ইসলামী একাডেমির নামে বরাদ্দের নগদ ২৫ হাজার টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ সুজাতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তানভীর আহমেদ নুরউদ্দিনের রিরুদ্ধে। ধর্মীয় দুটি প্রতিষ্ঠানের নামে ভুয়া প্রকল্প সাজিয়ে বরাদ্দ উত্তোলন করে আত্মসাতের ঘটনা ফাঁস হলে এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনিয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বিব্রতকর অবস্থায় পড়েন। প্রতিকার চেয়ে ১৩ সেপ্টেম্বর মুরাদপুর মক্তব পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ইসমাইল হুসেনসহ শতাধিক লোক স্বাক্ষরিত ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন। ১০ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেছেন ইকরামবাগে মদিনা ইসলামী একাডেমির সেক্রেটারি সামছুল হক। এ ব্যাপারে সুজাতপুর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তানভীর আহমেদ নুরউদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ সম্পর্কে কথা বলতে রাজি হননি। সূত্র বলছে, এমপি এ্যাডভোকেট আব্দুল মজিদ খান মঙ্গলবার দু’পক্ষকে ডেকে নিয়ে বিষয়টি শেষ করে দিয়েছেন। এ সময় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরউদ্দিনকে শাসিয়েছেন তিনি। আগামী দু-একদিনের মধ্যে একাডেমির বরাদ্ধের টাকা ফেরত দেবেন নুরউদ্দিনসহ প্রকল্প কমিটির সদস্যরা। অপরদিকে দৌলতপুর স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারি মঈন উদ্দিনের বক্তব্য জানতে বৃহষ্পতিবার দুপুরে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগপত্রে বলা হয়, গত অর্থবছরে টিআর (টেষ্ট রিলিফ) কর্মসূচির আওতায় দৌলতপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মক্তবঘর উন্নয়নে চার মেট্রিক টন চাল বরাদ্দ হয়। ৭ সেপ্টেম্বর ট্যাগ অফিসার হাসিবুল ইসলাম বরাদ্দের বিপরীতে কাজের সত্যতা যাচাই করতে গেলে মক্তব কমিটিসহ স্থানীয়রা বরাদ্দের কথা জানেন। কাজ হয়নি মর্মে ট্যাগ অফিসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেন। মক্তব কমিটির লোকজন খোঁজ নিয়ে দেখেন একই এলাকার ওয়ার্ড মেম্বার ও দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারি মঈন উদ্দিন ৫ সদস্যের কমিটি জমা দিয়ে বরাদ্দের চাল তুলেন। চার মেট্রিক টন চালের বাজার দর প্রায় লাখ টাকা। কাজ না করে সম্পূর্ণ বরাদ্দ পকেটস্থ করেন মঈন উদ্দিনসহ প্রকল্প কমিটির সদস্যরা। এদিকে ইকরামবাগে মদিনা ইসলামী একাডেমি ও ইকরাম ইয়াং ব্রাদাস ক্লাবের নামে একই অর্থবছরে ২৫ হাজার করে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এমপিও খাত থেকে বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের বিপরীতে কাজ দেখতে ৮ সেপ্টেম্বর সরেজমিন একাডেমিতে যান পিআইও অভিফের ফিল্ড সুপারভাইজার মোঃ সুলেমান। এসময় একাডেমি কর্তৃপক্ষ বরাদ্দের কথা জেনে হতভম্ব হয়ে পড়েন। খোঁজ নিয়ে একাডেমি কর্তৃপক্ষ জানতে পারেন, একাডেমির নামে বরাদ্দকৃত ২৫ হাজার টাকা সুজাতপুর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তানভীর আহমেদ নুরউদ্দিন ৫ সদস্যের একটি কমিটি জমা দিয়ে সম্পূর্ণ অর্থ বরাদ্দ তুলে আত্মসাৎ করেছেন।


     এই বিভাগের আরো খবর