,

নবীগঞ্জে ভূয়া ডিগ্রীধারী ডাঃ কাজল নাথের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীর বরাবরে লিখিত অভিযোগ দায়ের

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ভূয়া ডিগ্রী ব্যবহার করে নবীগঞ্জে জনগণের সাথে প্রতারণা করে দীর্ঘ ১০ বছর ডাক্তারী পেশা চালিয়ে যাচ্ছেন ডাঃ কাজল নাথ নামের এক ব্যাক্তি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী বরাবরের অভিযোগ দিয়েছেন নবীগঞ্জ সচেতন জনগন নামের একটি সংগঠন। অভিযোগের আলোকে জানাযায়, ডাঃ কাজল নাথ শহরের বিভিন্ন জায়গায় ৫টি ভূয়া পদবী ব্যবহার করে নবীগঞ্জ প্রবাসী অধ্যুষিত এলাকায় সাধারণ জনগণের কাছ থেকে চিকিৎসা সেবা নামে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছেন। ওই ডাক্তার স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় এবং শহরের একটি প্রভাবশালী পরিচালকের মাধ্যমে এম.বি.বি.এস না হয়ে কখনও এম.বি.বি.এস, এম.বি.বি.এস(সি.এ.এম), এম.বি.বি.এস(বি.বি.সি মেডিকেল কলিকাতা) এসব ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবায় প্রতরণা করে নির্বিঘেœ চালিয়ে যাচ্ছেন চিকিৎসা। তার এ প্রতারণার শিকার হচ্ছেন নবীগঞ্জবাসী। কয়েকদিন পূর্বে নবীগঞ্জে ভূয়া ডাক্তার এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলে সুচতুর ডাঃ কাজল নাথ পালিয়ে চলে যান এবং কিছুদিন আত্মগোপনে থেকে পূনরায় এসে আবার শুরু করেন চিকিৎসা সেবা। এ ব্যাপারে ডাঃ কাজল নাথের কাছে জানতে চাইলে তিনি জানান আমার এম.বি.বি.এস ডাক্তারীর সকল কাগজাদি রয়েছে। আমি গত এক সপ্তাহ পূর্বে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা, এসিল্যান্ড, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তাকে দেখিয়েছি। এদিকে নবীগঞ্জের সচেতন নাগরিক সমাজ এই ভূয়া ডিগ্রীধারী ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর