,

নবীগঞ্জের সর্বত্র মাদকের ছড়াছড়ি ! পানিউম্দায় পেনসিডিলসহ এক মাধক ব্যবসায়ী আটক

নুরুল আমিন পাঠান ॥ নবীগঞ্জ উপজেলার সর্বত্র মাদকের ছড়াছড়ির খবর পাওয়া গেছে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ফেনসিডিল, হিরোইন, মদ, গাজাসহ বিভিন্ন মরণ নেশার মাদক দ্রব্য। দেদারছে কেনা বেচা হচ্ছে বিভিন্ন স্থানে। উঠতি বয়সের যুব সমাজ এ কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিপদগামী হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরাসহ যুব সমাজ। অভিযোগ রয়েছে উপজেলার মান্দারকান্দি গ্রামের আদর আলীর বাড়িতে চলছে ফেনসিডিলের অবাধ বানিজ্য। সন্ধ্যা হলেই উঠতি বয়সের ছেলেদের আড্ডা বসে। সেবন ও বিক্রি অবাধে চলছে আদরের বাড়ি। এমন অভিযোগ গ্রামবাসীর। এদিকে গত সোমবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে পানিউম্দা বাজার সংলগ্ন প্রাইমারী স্কুলের পাশ থেকে আম্বর আলী (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। সে ওই ইউনিয়নের লেবুর বাগান এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানাগেছে। পুলিশ সুত্রে জানাযায়, আটককৃত আম্বর আলী দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিল সেবন ও বিক্রি করে আসছে। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এস.আই আরিফ উল্লার নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালায়। এ সময় আম্বর আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।


     এই বিভাগের আরো খবর