,

সরকার গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে- এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- বর্তমান সরকার গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষে ক্ষুদ্র বিভিন্ন প্রকল্প, ক্ষুদ্র ঋণসহ উন্নয়মুখী পদক্ষেপ গ্রহন করে চলছে। এ লক্ষ্যে একটি বাড়ি একটি খামার, পল্লী উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান গড়ে তুলছে। যার সুফল সাধারণ মানুষ পেতে শুরু করছে। গতকাল মঙ্গলবার লাখাইয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন- শিক্ষােেত্র মানোন্নয়ন, ঝড়ে পড়া রোধ এবং শিক্ষায় আগ্রহী করার লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করেছে। নারীর নির্যাতন প্রতিরোধ ও সহিংসতা রোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। পরে প্রধান অতিথি নারী নির্যাতন বন্ধ ও সহিংসতা রোধে অনলাইন তথ্যভিত্তিক তথ্য সরবরাহে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি একটি বাড়ি ও একটি খামার প্রকল্পের ৫ সমিতির ২৭ জন সদস্যের মাঝে ৩ লাখ ১১ হাজার টাকার চেক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধিনে সেকায়েফ প্রকল্প-এর আওাতায় বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভাল ফলাফলের জন্য উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়, বামৈ মডেল উচ্চ বিদ্যালয়, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া মাদ্রাসা শিক্ষকদের মাঝে লাখ টাকা করে মোট তিন লাখ টাকার চেক প্রদান করেন। এদিকে একই দিনে পরম্ভে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আগামী ঈদুল আজহায় উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এমপি আবু জাহির আইন শৃংখলা উন্নয়ন ও স্বাভাবিক রাখতে সকালের সহযোগিতার আহবান জানান। পরে প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর