,

বানিয়াচংয়ে ভিজিডি চাউল প্রত্যাশীদের পেটালেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম

বানিয়াচং প্রতিনিধি ॥ ১০ কেজির চাউলের বদলে ৭ কেজি দেওয়ার প্রতিবাদ করায় বানিয়াচং ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদে ভিজিডির চাউল নিতে আসা লোকজনকে বেধরক পিটিয়েছেন ওই ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম। এ ঘটনায় এলাকায় বইছে নিন্দার ঝড়। ভূক্তভোগীরা জানান, গত পরশু মঙ্গলবার বিকালে নির্ধারিত সময়ে চাউল বিতরণকালে তিনি ১০ কেজি চাউলের বদলে ৭ কেজি করে প্রত্যেককে প্রদান করেন। এসময় মকা গ্রামের মৃত ইছাব আলীর পুত্র কাজল মিয়া, উমরপুর গ্রামের আলছ খন্দকারসহ কয়েকজন প্রতিবাদ করলে তাদেরকে বেধরক মারপিট করেন চেয়ারম্যান। এ ঘটনা প্রথমে স্বীকার না করলেও পরে মকা এলাকার ইউপি সদস্য শাফিক মিয়া আংশিক সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যান কয়েকজনকে ধাক্কা দিয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন, মকা গ্রামের বিশিষ্ট মুরুব্বীরা, উপজেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল। ব্যাপারে বক্তব্য জানতে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও চেয়ারম্যান নুরুল ইসলামকে পাওয়া যায়নি।


     এই বিভাগের আরো খবর