,

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৬৫ জন

আব্দুল হামিদ ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জয়নাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত ও উভয়পক্ষের অন্তত ৬৫ জন আহত হয়েছেন। গত শনিবার দুপুর ১২টায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জয়নাল মিয়া (৫০) বানিয়াচঙ্গ উপজেলার মন্দরী গ্রামের মহফিল মিয়ার ছেলে। অপর দিকে আশংঙ্কাজনক অবস্থায় ৫ জনকে সিলেট এবং ১ জনকে ঢাকা প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন,আজমান আলী,কাজল মিয়া,কামাল মিয়া, সফিউল্লা, বুলবুল মিয়া, আলীম মিয়া, আলমগীর, আছক মিয়া, আঃ মন্নান, আবু কাশেম আঃ রাজ্জাক, তৈয়ব আলী, জাহেদুল ইসলাম, লুকমান,সুজিয়া আক্তার, মুতাহের মিয়া,শফিনুল হক, আরজু মিয়া আবু বক্কর। স্থানীয় সূত্রে জানা যায়, মন্দরী গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান সামসু মিয়ার সঙ্গে একই গ্রামের আলফি মিয়ার দির্ঘ্য দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিলে আসছিল। এরই জের ধরে গত শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই জয়নাল মিয়া নিহত হন। পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দুু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান যে, আর কোন অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য ঐ ঘটনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।


     এই বিভাগের আরো খবর