,

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের উপর দফায় দফায় হামলা মামলা করেও বিপাকে ॥ মুক্তিযোদ্ধার স্ত্রীকে পিটিয়ে আহত

ষ্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর দফায় দফায় প্রভাবশালীদের হামলা ও ঘর বাড়িতে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ক,গ-৫ আদালতে মামলা দায়ের করেও স্বস্থিতে নেই মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন। মামলা দায়েরের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানকে রাস্তায় পথরোধ করে মারপিট করেছে দূর্বৃত্তরা। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করছেন মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন। মামলার অভিযোগে উল্লেখ ও প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ভাই মামলার বাদী গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের মৃত আরজদ উল্লার পুত্র আব্দুল আলী জানান, একই গ্রামের আব্দুস সোবান ও তার লোকজনের সাথে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৪শে মে আব্দুস সোবান ও তার লোকজন জোর পূর্বক মুক্তিযোদ্ধা পরিবারের ভূমি দখল করিতে দেশীয় অস্ত্র নিয়ে গাছ গাছালি কর্তন করিতে থাকে। এ সময় বাঁধা দিতে গেলে মুক্তিযোদ্ধার ভাই আব্দুল আলী ও তার মেয়েকে বেধরক মারপিট করে রক্তাক্ত জখমি করে। এমন কি এ ঘটনার পর পরই দিবাগত রাতে মুক্তিযোদ্ধার বাড়িতে আবারো হামলা ও ভাংচুর ও লুটপাট করে। এরই প্রেক্ষিতে আদালতে মামলা দায়ের করিলে মামলাটি আদালতের নির্দেশে নবীগঞ্জ থানায় এফ,আই,আর ভুক্ত হলে প্রভাবশালীরা আরো উত্তেজিত হয়ে উঠে। গত ১৪ সেপ্টেম্বর বেলা ৩টায় মামলার স্বাক্ষী মুক্তিযোদ্ধার সন্তান ফজলু মিয়া, তার মাতা আরিফুল বিবিকে নিয়ে গ্রামের একটি রাস্তা দিয়ে যাওয়ার পথে মামলার আসামী আব্দুস সোবানের পুত্র লিটন মিয়া, গৌছ মিয়া সহ কয়েকজন মিলে তাদের উপর অর্তকিত হামলা করে। পরে পার্শ্ববতী লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গুরুতর আহত অবস্থায় ভর্তি করেন মুক্তিযোদ্ধার স্ত্রী আরিফুল বিবিকে। এ সময় তার ছেলেও আহত হয়েছিল। একের পর এক ওই মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় আতংকে দিন যাপন করছেন তারা। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ভাই আবুল আলী।


     এই বিভাগের আরো খবর