,

নবীগঞ্জের নাদামপুর স্কুলে শেভরন মেলা ও মেলোডি মেয়ার উদ্বোধন

রাকিল হোসেন ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের নাদামপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল সকালে বিবিয়ানা গ্যাস ফিল্ডে নিয়োজিত শেভরন বাংলাদেশের আয়োজনে শেভরন মেলা ও মেলোডি মেয়ার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, মেলোডি মেয়ার, প্রেসিডেন্ট, শেভরন এশিয়া প্যাসিফিক। এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং ডাইরেক্টর শেভরন এশিয়া সাউথ বিজনেস ব্র্যাড মিডিলটন, কেভিন লিওন প্রেসিডেন্ট শেভরন বাংলাদেশ, কেইট চালাঘান, জিএম, এশিয়া সাউথ বিজনেস ইউনিট, বাংলাদেশ স্থানীয় সংসদ সদস্য এ এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জের এডিশনাল এসপি সাজিদুর রহমান, নাসের আহমেদ ডাইরেক্টর এক্সটারনাল এফেয়ার্স শেভরন, কম মেয়ার, লিসা মিডিলটন, কিমিয়া লিওন, ওবায়দুল্লাহ আল এজাজ, ম্যানেজার, এক্সটারনাল এফেয়ার্স, শেভরন বাংলাদেশ, মলয় কুমার সরকার, ফিল্ড কমিউনিটি এ্যনগেইজম্যান্ট ম্যানেজারশেভরন বাংলাদেশ, মিডিয়া ইনচার্জ বদরুদ্দোজা বদর, শেভরন বাংলাদেশ, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, নবীগঞ্জ থানার ওসি(তদন্ত) গৌরচন্দ মজুমদার,ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা দৈনিক ইউরোবাংলাসিলেট এর সম্পাদক ও সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, বার্তা সম্পাদক ও চ্যানেল এস, সিলেটের ডাক প্রতিনিধি রাকিল হোসেন প্রমূখ। উক্ত মেলায় মোট ১৪টি সংস্থার ৮টি ষ্টল বসে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ প্রতিটি মেলার ষ্টল পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর