,

নেত্রী হতে চাই

সময় ডেস্ক ॥ টিভি নাটকে দীর্ঘ পথচলা জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টির। লম্বা এই সময়ে অনেক নাটকেই অভিনয় করেছেন। নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও রয়েছে তার বিচরণ। বর্তমান ব্যবস্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’- এ কথা বলেছেন তুষ্টি। তার সাক্ষাৎকারটি পাঠকদের জন্য তুলে ধরা হলো। এখন ব্যস্ততা কি নিয়ে? ধারাবাহিকের কাজ চলছে। বেশ কটি ধারাবাহিক নটক বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে। সেগুলোর কাজ নিয়েই বেশি ব্যস্ত। ঈদের পর কি শুটিংয়ে যোগ দিয়েছেন? এখনও সেভাবে কাজ শুরু হয়নি। তবে দিন দুইয়েকের মধ্যেই প্রায় সবকটি নাটকের শুটিং ফের শুরু হয়ে যাবে। ঈদের নাটক থেকে কেমন সাড়া পেলেন? এবার ঈদে সাত-আটটি নাটকে অভিনয় করেছিলাম। কাজগুলো থেকে ইতিবাচক সাড়াই পাচ্ছি। এখনও তো পুরো ঈদ আয়োজনটা শেষ হয়নি। তবে যে কয়টিতে কাজ করেছি ভাল দর্শক সাড়া পেয়েছি। এবার ঈদটা ভালই কাটিয়েছে। এখন প্রচার চলছে কোন ধারাবাহিকগুলো? প্রায় সব চ্যানেলে বেশ কিছু নাটক প্রচার হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘অলসপুর’, ‘উত্তর পুরুষ’, ‘খড়কুটা’, ‘আলাল দুলাল’, ‘নন স্টপ’, ‘লেক ড্রাইভ লেন’ ও ‘মায়ার খেলা’ সহ আরও কয়েকটি নাটক। নতুন কোন নাটকে কাজ করছেন? নতুন কিছু নাটকে অভিনয় করার কথা চলছে। কয়েকটি স্ক্রীপ্ট হাতে এসেছে। কথাবার্তা চূড়ান্ত হয়েছে। ঈদের ছুটির পর নতুন এ নাটকগুলোতো কাজ করবো। বিজ্ঞাপনের কাজের কি অবস্থা? এ মুহুর্তে নতুন কোন বিজ্ঞাপনে কাজ করছি না। সর্বশেষ প্রাণ ঘি এর বিজ্ঞাপনের মডেল হয়েছিলাম। দারুণ এক অভিজ্ঞতা ছিল সেটা। কাজটি বেশ ভাল লেগেছিল। সামনে এমন কাজ পেলে আবার বিজ্ঞাপনে নিয়মিত হবো। ধারাবাহিক না খন্ড কোন ধরনের নাটকে অভিনয় করতে বেশি সাচ্ছন্দ্যবোধ করেন? একজন অভিনয় শিল্পী হিসেবে সব ধরনের নাটকেই অভিনয় করতে হয়। খন্ড বা ধারাবাহিক নিয়ে তেমন বিশেষ কোন পছন্দের জায়গা নেই। তবে একখন্ডের নাটকের প্রতি সবসময় আলাদা গুরুত্ব থাকে। কারণ ধারাবাহিক তো সারা বছরই করা হয়। খন্ড নাটকে কাজ কম করি। দীর্ঘদিন নাটকে কাজ করছেন। এখনকার নাটকের মান আপনার দৃষ্টিতে কেমন হচ্ছে বলে মনে হয়? আসলে নাটকের মান নিয়ে কথা বলার জন্য অনেক বিজ্ঞ বিজ্ঞ মানুষ আছেন। তারা আমার চেয়ে ভাল বলতে পারবেন। আমি এ বিষয়ে কথা না বলি। তবে এটা ঠিক যে অতিমাত্রায় বিজ্ঞাপনের কারণে দর্শক বিদেশী চ্যানেলে ঝুঁকছেন। আর সে জায়গা থেকে আরটিভি জিটিভির মতো কিছু চ্যানেল এগিয়ে এসেছে। এবার ঈদে বিরতিহীন নাটক ও অনুষ্ঠান প্রচার করেছে এরা। এটা দেখে সত্যিই ভাল লেগেছে। এ ধারা অব্যহত থাকলে আমি মনে করি বিজ্ঞাপনের কারণে যে দর্শক নাটক দেখা থেকে দূরে সরে যাচ্ছেন কিংবা নাটকের মান খারাপের দিকে যাচ্ছে সেটা আর হবে না। আমাদের নাটকের হারানো ঐতিহ্য ফিরে আসবে এমনটাই বিশ্বাস আমার। আপনার অভিনীত ‘হাছন রাজা’ ছবিটির কি অবস্থা? ছবিটির ডাবিংয়ের কাজ শেষ হয়েছে। এখন পোস্ট পোডাক্টশনের কাজ চলছে। আগামী জানুয়ারিতে এটি মুক্তির কথা রয়েছে। বাকিটা জানি না। তবে আমি খুব আশাবাদি ছবিটি নিয়ে। ভবিষ্যত পরিকল্পনা কি? অভিনেত্রী তো হয়েছি। এর সঙ্গে থাকতে চাই। আর অভিনেত্রীর অভি শব্দটা ফেলে দিয়ে নেত্রীও হতে চাই। ব্যাক্তিজীবন কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, অনেক ভাল। আমি আমার ব্যক্তিজীবনে অনেক বেশি ভাল আছি। আর সেটাই যেন সবসময় থাকতে পারি সেজন্য সবার কাছে দোয়া কামনা করি।


     এই বিভাগের আরো খবর