,

২৯ নভেম্বর নবীগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ॥ বিদ্যুৎ প্লান্ট, পাইপ লাইনসহ ৯ টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন হবে

সাইফুল জাহান চৌধুরী/ রাকিল হোসেন ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ নভেম্বর বিবিয়ানায় ৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। সংশ্লিষ্ট বিভাগ ইতিমধ্যে তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। নবীগঞ্জ উপজেলা প্রশাসন গতকাল সকালে নির্বাহী অফিসারের সভাকক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি, এসিল্যান্ড আনোয়ার হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাসদের সভাপতি আব্দুর রউফ, নবীগঞ্জ উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ইজাজুর রহমান, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম, বিবিয়ানা পাইপ লাইন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন, ৩৪১ মেগা ওয়াট বিদ্যুৎ প্লান্টের দায়িত্ব প্রাপ্ত সামিট গ্র“পের জিএম মোঃ জহির উদ্দিন মোল্লা, ফায়ার সার্ভিস এর পক্ষে তৈয়ব আলী হাওলাদার, বিজনা ব্রীজ ও সংযোগ সড়ক প্রকল্পের পক্ষে প্রকৌশলী সৈয়দ আলী আহসান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পক্ষে নুর উদ্দিন বীর প্রতীক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মোঃ আব্দুস সামাদ, ওসি তদন্ত গৌরি চন্দ্র মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ অফিসের ডিজিএম ভজন কুমার ভর্মন, সমবায় কর্মকর্তা হাসনা হেনা, মৎস কর্মকর্তা আমিনুল হক, ব্যবসায়ী উত্তম কুমার রায়, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ আহবায়ক শেখ সইফা রহমান কাকলী, যুগ্ম আহবায়ক ফুলন সূত্রধর প্রমূখ। সভায় বক্তাগণ নবীগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস, বিদ্যুৎ এবং নবীগঞ্জ সদরের শত বছরের পুরনো জে.কে স্কুল ও হিরা মিয়া গালস স্কুল এবং সর্বোচ্চ বিদ্যাপীট নবীগঞ্জ ডিগ্রী কলেজকে সরকারী করনের দাবি জানান। সভায় জানানো হয়, আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিয়ানার পাশে হেলিকপ্টার যোগে নামবেন, পরে মঞ্চে বসে সুইচ অন করে বিবিয়ানা গ্যাস সঞ্চালন প্রকল্প, বিবিয়ানা ধনুয়া ৩৬ ইঞ্চি গ্যাস বিশিষ্ট উচ্চ চাপ পাইপ সঞ্চালন লাইন প্রকল্প, বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট-২, ৩৪১ মেঘাওয়াট (সামিট বিদ্যুৎ পাওয়ার কোং লিঃ), ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিবিয়ানা পাওয়ার প্লান্ট পর্যন্ত সংযোগ সড়ক, নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন শুভ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট-১ দক্ষিণ ৩৮১ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পারকুল নবীগঞ্জ এর ভিত্তি প্রস্থর, বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট-৩ উত্তর ৪০০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পারকুল নবীগঞ্জ এর ভিত্তি প্রস্থর স্থাপন, বিজনা নদীর ব্রীজ, নবীগঞ্জ-রসুলগঞ্জ পানিউমদা রাস্তার ৯০.১০০ মিটার গাউডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। এদিকে আজ মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবীগঞ্জে আগমন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে। সভায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, সাবেক সভাপতি জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল ও দেওয়ান শাহ নেয়াজ মিলাদ গাজী উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ ছাড়াও বিভিন্ন ইউনিয়নে সভা সমাবেশ শুরু হয়েছে। নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর আগমনে ভেনার, ফেষ্টুন, গেইট-তোরণ টাঙ্গিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাগত জানানো হচ্ছে।


     এই বিভাগের আরো খবর