,

কীর্তি নারায়ন কলেজের নবীন বরণ অনুষ্টানে এমপি মুনিম বাবু আগামী দিনে দেশ পরিচালনার জন্য শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ) বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে স্থান করে নিয়েছে। তিনি বলেন, কীর্তি নারায়ন কলেজ কর্তৃপক্ষ আজ দেশের গুণী ব্যক্তিদের সংবর্ধনা দিয়ে প্রমান করলো যে নবীগঞ্জবাসী গুণীজনদের কদর করতে জানে। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ পরিচালনা করবে তাই তাদেরকে সেভাবে গড়ে উঠতে হবে এবং আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে তৈরী করতে হবে। তিনি আরো বলেন, স্বপ্ন থাকতে হবে তা হলেই কিছু করতে পারবে। তিনি গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার কীর্তি নারায়ন কলেজে নবীন বরণ ও ৪ গুণী ব্যক্তিকে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বড় ভাকৈর ইউপি চেয়ারম্যান মেহের আলী মালদারের সভাপতিত্বে ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার হোসেন টিটুর পরিচালনায় অনুষ্টিত নবীন বরণ ও গুণী ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক নবীগঞ্জ সদর ও করগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা জাসদ সভাপতি আব্দুর রউফ। সংবর্ধিত ব্যক্তি সুনামগঞ্জ ও মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক এবং কীর্তি নারায়ন কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ পরিমল কান্তি দে, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, উত্তরা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ও রোটারী ক্লাব অব জালালাবাদের সভাপতি নীরেশ রঞ্জন দাশ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক নিরঞ্জন দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কীর্তি নারায়ন কলেজের নির্বাহী কমিটির সদস্য কিরণ চন্দ্র দাশ, আলেয়া-জাহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম দাশ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, কীর্তি নারায়ন কলেজের দর্শন বিভাগের প্রভাষক অসীম সরকার, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য আজিজুর রহমান আজিজ, নবীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া প্রমূখ। অনুষ্টানে ২০১৫ইং সালে অনুষ্টিত এইচএসসি পরীায় ভাল ফলাফলের জন্য ৪ জন শিক্ষার্থী এবং সংবর্ধিত ব্যক্তিদের ক্রেষ্ট প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর