,

অষ্ট্রগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নিমার্ণ প্রকল্পের ডয়িং হস্তান্তর

এম.এ মুহিত ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত। গত সোমবার রাত ৯ ঘটিকায় বাজকাশারা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী ছুরুক মিয়ার বাড়িতে অষ্ঠ গ্রামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।উক্ত আলোচনা সভায় লন্ডন প্রবাসী হাজী আব্দুর রফিক এর সভাপতিত্বে ও মাষ্টার সোহেল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যার আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বাজকাশারা গ্রামের বিশিষ্ঠ মুরুব্বি ও সাবেক মেম্বার আব্দুল হাছিব, ইউপি সদস্য আব্দাল মিয়া, সাবেক মেম্বার মর্তুজা মিয়া, ইছকন্দর মিয়া, হাজী মোঃ আলাউদ্দিন, বশির মিয়া, ইছরাইল মিয়া, মোঃ কনর মিয়া, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু ইউসুপ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, মোঃ আমির উদ্দিন, সাংবাদিক আব্দুল মুহিত, রঞ্জু দেব, ছাব্বির চৌধুরী, ইউপি সদস্য জামাল মিয়া, আব্দুল আলীম, সাঈদ মিয়া, কমরু মিয়া, খসরু মিয়া, আবুল কাশেম, জাকারিয়া মিয়া, রুহুল আমিন রুহেল, মৌলদ মিয়া, বশির আহমদ, আমির হোসেন, আকলু মিয়া গহরপুর গ্রামের বিশিষ্ঠ মুরুব্বিদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল বশির, কউছর মিয়া, ইউসুপ মিয়া, দিলিপ দাশ প্রমুখ। উক্ত বৈঠকে অষ্টগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় নিমার্ণ প্রকল্পের ডয়িং যুক্তরাজ্য প্রবাসী অষ্ঠ গ্রামের নেতৃবৃন্দের সিদ্ধান্তের প্রেক্ষিতে লন্ডন প্রবাসী আব্দুল মুকিত মিয়ার মাধ্যমে বাজকাশারা গ্রামের পঞ্চাতের নিকট ডয়িংটি হস্তান্তর করা হয়। নিয়ে আগামী ইউপি নিবার্চনের আলোচনা করা হয়। এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুকিত কে অষ্ঠগ্রাম গ্রামবাসি ইউপি নির্বাচনে তফশীল ঘোষনার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।


     এই বিভাগের আরো খবর