,

বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবু জাহির বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সদর লাখাই আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার ক্ষমতায় আসার পর দেশে যে উন্নয়ন কর্মকান্ড সমাপ্ত হয়েছে, স্বাধীনতা পরবর্তী সময়ে আর কোন সরকার তা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবিগঞ্জ-লাখাই আসনের জনগণের উন্নয়নে আমি সারাজীবন কাজ করে যেতে চাই। আপনাদের সহযোগিতা ও দোয়া সাথে থাকলে হবিগঞ্জের প্রত্যন্ত এলাকার উন্নয়নে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাব। গতকাল বিকালে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের পুরাসন্ধা ও সুরাবই গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমপি আবু জাহির বলেন- জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অকান্ত পরিশ্রম করে লাখাই উপাজেলার বলভদ্র নদীর উপর সেতু নির্মাণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। ব্রীজটি নির্মাণের ফলে সিলেট থেকে ঢাকার দূরত্ব ৪০ কিলোমিটার কমে গেছে। ফলে হবিগঞ্জের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের ঢাকায় যাতায়াত ব্যবস্থা একধাপ এগিয়ে এসেছে। এতেকরে ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কর্মকান্ডে অনেক সুবিধা ভোগ করতে পারবেন হবিগঞ্জের জনগণ। হাজী সিরাজুল ইসলাম তালুকদার ইনু মিয়ার সভাপতিত্বে ও নূরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ইছাক আলী সেবনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, সৈয়দ গাজিউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জলফু মিয়া, শাহজাহান তালুকদার, আব্দুল কুদ্দুছ তালুকদার সেবন, সামছুল হক, মুখলিছুর রহমান মুখলিছ, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজিউর রহমান এমরান, সাধারণ সম্পাদক ফখর”ল হামিদ, কৃষক লীগের সভাপতি কবির মিয়া প্রমুখ। পরে তিনি ২০ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে সদর উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামে ৭৪টি পরিবার ও ৫৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পুরাসুন্ধা গ্রামে ১৭৮টি পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।


     এই বিভাগের আরো খবর