,

জেলা প্রশাসকের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির টেনিস ক্লাবের উন্নয়নের সাথে জেলার ভাবমূর্তি জড়িত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, হবিগঞ্জের টেনিস ক্লাবের অনেক ঐতিহ্য রয়েছে। জেলার সরকারী কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের মিলন ক্ষেত্র হল টেনিস ক্লাব। যখন বাহির থেকে কোন উচ্চ পর্যায়ের লোক আসেন তখন প্রথমেই তিনি খোজ করেন টেনিস কাবটি কোথায়। যে জেলাতে এ ধরনের কাব আছে সেই জেলার ভাবমূর্তি অন্যরকম হয়। হবিগঞ্জ যেভাবে শিল্প ও সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে তার সাথে তাল মিলাতে হলে অবশ্যই টেনিস কাবের প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি নতুন খেলোয়াড় সৃষ্টির জন্য আয়োজন করতে হবে টুর্ণামেন্ট। টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক সাবিনা আলমকে বরণ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এডভোকেট আবু জাহির টেনিস কাবের অবকাঠামো উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান এবং হবিগঞ্জ চেম্বার অব কমার্স, হবিগঞ্জ মটর মালিক গ্র“প, ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আরও প্রায় ১ লাখ টাকা অনুদান ঘোষনা করলে কাবের সদস্যরা করতালির মাধ্যমে তাদের সাধুবাদ জানান। কাবের সেক্রেটারী এম এ বাছিত চৌধুরীর পরিচালনায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা আলম বলেন-লন টেনিস খেলা একটি স্মার্ট খেলা, অনেকটা বড় লোকদের খেলা, কাবটিও অভিজাত ক্লাব হিসাবে স্বীকৃত। অনেক সময় আফসোস হয় আমরা কেন খেলতে পারি না। প্রত্যেক জেলা প্রশাসনের অধীনে একটি ফিটনেস জিম থাকা এখন সময়ের দাবী। হবিগঞ্জ টেনিস কাবের উন্নয়নে প্রশাসনের প থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক পৌর চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী, মটর মালিক গ্র“পের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সভাপতি মোতাব্বির হোসেন, সাংবাদিক শাহ ফখরুজ্জামান, এডভোকেট সুলতান মাহমুদ প্রমূখ। চলতি শীত মওসুমে এমপি আবু জাহির কাপ লন টেনিস টুর্নামেন্ট এর আয়োজনের প্রস্তাব দিলে তাতে সম্মতি জানান সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। টুর্নামেন্ট এর স্পন্সর পার্সন হিসাবে চেম্বার সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম সার্বিক দায়িত্ব পালনের ঘোষনা দেন। পরে এমপি আবু জাহির টেনিস খেলায় অংশ গ্রহণ করেন। তার সাথে মাঠে খেলেন- টেনিস ক্লাবের জয়েন্ট সেক্রেটারী আলমগীর চৌধুরী, টেনিস ক্লাবের সদস্য মঈন উদ্দিন আহমেদ শাম্মু, মোক্তার হোসেন বেনু ও এডভোকেট এম এ মজিদ প্রমূখ।


     এই বিভাগের আরো খবর