,

কিবরিয়া হত্যাকান্ডে বিস্ফোরক মামলা দায়রা আদালতে স্থানান্তর

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলা বিচারের জন্য হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা আদালতে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ূন কবীর মামলাটি দায়রা আদালতে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কোর্ট ইন্সপেক্টর কামাল আহমেদ ও সিএসআই আলামিন। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা সিলেট সিআইডির সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল অধিকতর তদন্ত শেষে চলতি বছরের ৫ আগস্ট আদালতে সম্পূরক চার্জশিট দেন। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হরিছ চৌধুরী, সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের বরখাস্তকৃত মেয়র জি কে গউছসহ হত্যা মামলার ৩৫ জনকে আসামিভুক্ত করা হয়। এর মাঝে একজন মারা গেছেন এবং অপর দুইজনের নাম ও ঠিকানা ভুল থাকায় তাদেরকে অব্যাহতির আবেদন জানানো হয়। বাকি ৩২ জন আসামির মধ্যে ১৫ জন কারাগারে, ৯ জন পলাতক ও আটজন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। আগামী ১২ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। জামিনে থাকা আটজনের মধ্যে সাতজন গতকাল মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ছোড়া গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। এতে আহত হন বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপিসহ ৪৩ জন। এ ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান (এমপি) বাদী হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। হত্যা মামলাটির বিচার সিলেটের দ্রুত বিচার আদালতে ইতোমধ্যে শুরু হয়েছে।


     এই বিভাগের আরো খবর