,

হবিগঞ্জে আইজিপি কাপ আন্তঃ উপজেলা যুব কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন আগামীকাল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। বুদ্ধি, শারিরিক দক্ষতা আর কৌশলের জন্য গ্রাম বাংলায় এই খেলার পরিচিতি হাডুডু হিসাবে। যান্ত্রিক যুগে এই খেলার প্রচার ও প্রসার কমে আসলেও নতুনভাবে চাঙ্গা করতে উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশের আইজিপি এ কে এম শহিদুল হক। তার উদ্যোগ ও নামে সারাদেশে আয়োজন করা হয়েছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি। এরই ধারাবাহিতকায় হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্তাপনায় ও সি,পি বাংলাদেশ কোং লিমিটেড এর সৌজন্য আগামীকাল শুক্রবার দুপুর ২টায় আধুনিক স্টেডিয়ামে উদ্বোধন হবে আইজিপি কাপ আন্তঃ উপজেলা যুব কাবাডি প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক সাবিনা আলম। সভাপতিত্ব করবেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবে হবিগঞ্জ সদর উপজেলা বনাম লাখাই উপজেলা। দ্বিতীয় খেলায় অংশ গ্রহণ করবে বানিয়াচং উপজেলা বনাম আজমিরীগঞ্জ উপজেলা। শনিবার চুনারুঘাট ডিসি স্কুল মাঠে অংশ গ্রহণ করবে স্বাগতিক চুনারুঘাট বনাম মাধবপুর উপজেলা এবং দ্বিতীয় খেলায় অংশ গ্রহণ করবে নবীগঞ্জ উপজেলা বনাম বাহুবল উপজেলা। টুর্ণামেন্টের দুটি সেমিফাইনাল বাহুবল ও বানিয়াচঙ্গে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে। আয়োজক সূত্রে জানা গেছে অনুর্ধ ২১ বছর বয়সী এবং ৬৫ কেজি ওজন এর মধ্যে খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন। এখান থেকেই গঠন করা হবে জেলা দল।


     এই বিভাগের আরো খবর