,

মামলায় হাজিরা দিতে এসে সাবেক মেম্বার শাকিরুনের হিট স্টোকে মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর কোর্টে খুনের মামলায় হাজিরা দিতে এসে এক পল্লী চিকিৎসক আসামী সাবেক মেম্বার শাকিরুন লস্কর (৪৫) হিটস্টোকে আক্রান্ত হয়ে মারা গেছে। সে বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের মৃত তাজন লস্করের পুত্র। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, ঈদুল আযহার পরের দিন মন্দরী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক চেয়ারম্যান শামসুল হক ও শাকিরুন মেম্বারের লোকজনের মাঝে সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত হয়। সাহাবুদ্দিন নিহত হবার ঘটনায় সাবেক চেয়ারম্যান শামসুল হক বাদি হয়ে শাকিরুন লস্করকে আসামী করে ৩০/৪০ জনের বিরুদ্ধে একটি খুনের মামলা করে। গতকাল বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আহমেদের আদালতে শাকিরুন লস্করসহ অন্যান্য আসামীরা তাদের নিয়োজিত আইনজীবির মাধ্যমে হাজিরা দাখিল করে। আদালত বসার আগ মুর্হুতে আদালত পাড়ায় শাকিরুন লস্কর বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে থাকা লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ সাবেক চেয়ারম্যান বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল। এসব ঘটনায় ভয়ে সে মারা গেছে। মৃত ব্যক্তির স্ত্রী বর্তমান মেম্বার মাহমুদা বেগম ঢাকায় রয়েছেন। ঢাকা থেকে এসে লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিবেন বলে জানা গেছে। এব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, কোন অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের জিম্মায় দেয়া হবে।


     এই বিভাগের আরো খবর