,

নাস্তিক মুরতাদ লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ ॥ দল থেকেও অব্যাহতি

স্টাফ রিপোর্টার ॥ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয়েছে। দিনে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের পর রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়। একই সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও স্থগিত করা হয়েছে। তার সদস্য পদ বাতিলে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। নোটিশের সন্তোষজনক জবাব না মিললে দলের প্রাথমিক সদস্য পদের সঙ্গে এমপি পদও হারাবেন তিনি। গতকাল রোববার দুপুরে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়। রাতে দলীয় ব্যবস্থা নেয়ার জন্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক বসে। এতে তাকে প্রেসিডিয়াম থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের প্রাথমিক সদস্যপদ হারালে সংসদ সদস্যপদ হারাবেন লতিফ সিদ্দিকী। নিউইয়র্কে মহানবী (সা.) ও পবিত্র হজ্ব নিয়ে লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছেন তা দলের গঠনতন্ত্র ও নীতিবিরোধী। এ জঘন্য অপরাধের কারণে তাকে দল থেকে অব্যাহতি দেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। লতিফ সিদ্দিকী কোথায় অবস্থান করছেন জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না।
উল্লেখ, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী মহানবী (সা.), পবিত্র হজ্ব, তাবলীগ জামাত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে নানা মন্তব্য করেন।


     এই বিভাগের আরো খবর