,

নবীগঞ্জের বিভিন্ন স্থানে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

মোঃ জসীম তালুকদার ॥ মৎস অধিদপ্তরের বিশেষ বরাদ্ধের আওতায় নবীগঞ্জের বিভিন্ন উন্মুক্ত জলাশয়, বিল ও নার্সারিতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় পোনা মাছ অবমুক্তকরণ প্রকল্পের প্রধান সমন্বয়ক নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান এবং উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিজনা নদীতে ও বিজনা গ্রামের মসজিদ পুকুরে পোনা মাছ  অবমুক্ত করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। অপরদিকে সকাল সাড়ে ১১টায় উপজেলার কসবা ফেরী নদীতে পোনা মাছ অবমুক্ত করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী পরে কায়স্থ গ্রাম বাজার সংলগ্ন বিজনা নদীতে পোনা মাছ অবমুক্ত করেন সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজী পুত্র শাহ নেওয়াজ মিলাদ গাজী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, দেবপাড়া ইউ/পি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, গজনাইপুর ইউ/পি চেয়াম্যান মোঃ আবুল খায়ের গোলাপ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ আব্দুল মতিন চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।


     এই বিভাগের আরো খবর