,

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা আনন্দ লাল দাসের পরলোক গমন রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম কার্য সম্পন্ন

মতিউর রহমান মুন্না ॥ ৫নং সেক্টরের মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের মুক্তিযোদ্ধা আনন্দ লাল দাস (৭৫) আর নেই। তিনি দীর্ঘ দিন যাবত ব্লাড ক্যান্সারে ভোগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে নিজ  বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে ইহলোক ত্যাগ করেন। গতকাল সোমবার সকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার  প্রদান ও সরকারী তহবীল থেকে তার অন্তিম কার্য সম্পন্ন করার লক্ষ্যে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। গতকালই তার দাহ সম্পন্ন হয়েছে। মুক্তিযোদ্ধা আনন্দ লাল দাস এর গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান, নবীগঞ্জ থানার এস.আই নূর মোহাম্মদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রবিন্দ্র চন্দ্র দাস, ছাউ দাস, বশির আহমেদ, অবনিমহন দাস, ভুবন দাস, লাল মিয়া, অফিস সহকারী আব্দুল কাইয়ুম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্মদীপ দাস রাজু, সুবিনয় দাস, বাচ্ছু দাস, ভুবায়ন দাস প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা ও সার্ববৌত্ত রক্ষার জন্য জীবন বাজি রেখে যোদ্ধ করেছেন । আমরা তাদের ঋন কখনো পরিশোধ করতে পারবো না। উল্লেখ্য মুক্তিযোদ্ধা আনন্দ লাল দাস তার গ্রামে নিজের ব্যক্তিগত তহবিল থেকে টাকা দিয়ে জায়গা কিনে আনন্দ সড়ক নামের একটি রাস্তা নির্মাণ করেছিলেন। সে রাস্তা দিয়ে গ্রামের মানুষ নিরাপদে  চলাচল করতে পারছেন। আনন্দ সড়ক পরিদর্শন করেছেন ইউএনও মুহাম্মদ লুৎফুর রহমান।


     এই বিভাগের আরো খবর