,

নবীগঞ্জে এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিনের চালে সবজি চাষ! নৈশ্য প্রহরীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আব্দুর রহমান চৌধুরী লিমন ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনীতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে। যার ফলে দিন দিন টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। এমন অভিযোগ পাওয়া গেছে উক্ত বিদ্যালয়ের নৈশ্য প্রহরী মোঃ আব্দুল ছামাদের বিরুদ্ধে। ইউএনও ও শিক্ষা অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অনেকেই বলছেন তার খুটিঁর জোর কোথায়? অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঘরের  ছাউনীতে ও পাশে সীম গাছ, লাউ গাছ, বাঁশ এবং গাছের ডাল দিয়ে টিনগুলো নষ্ট করা হচ্ছে এতে বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট  হচ্ছে। ছাত্র ছাত্রীদের খেলার মাঠে বেড়া দেওয়া হয়েছে যার কারনে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা করতে মারাত্মক ব্যাঘাত ঘটছে। এসব অসদাচরনের বিরুদ্ধে কেউ যেন কিছু বলার এবং দেখার নেই, আর কেউ যদি বলে কিছু তাহলে ছামাদ ও তার সহপাটিদের ভয়ে কিছু বলতে সাহস পাচ্ছে না। আব্দুল ছামাদ ও তার পিতার ক্ষমতায় সে স্কুলের এসব অপকর্ম চালাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাছাড়া বর্তমানে স্কুলের ম্যানেজিং কমিটি না থাকার কারনে কিছু কুচক্রী মহলের ইন্দনে ছামাদ ও তার পিতাসহ তার সহপাটিদের ভলে সে এসব কার্যকলাপ চালাচ্ছে। ইতো মধ্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উক্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অবিভাবকগন। তার অসুভ আচরনে অতিষ্ট হয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী ও ছাত্র ছাত্রী সহ অবিভাবকগন।


     এই বিভাগের আরো খবর