,

হবিগঞ্জে নৃ-তাত্বিক জনগোষ্ঠীর ৪০টি পরিবারে রিক্সা বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার অবহেলিত ছোট ছোট জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে। আর এই পরিকল্পনার অংশ হিসেবে আজ নৃ-তাত্বিক জনগোষ্ঠীর ৪০টি পরিবারে ১টি করে রিক্সা বিতরন করা হচ্ছে। আওয়ামী লীগ গরীব মেহনতী মানুষের দল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় গেলেই দেশে শুধু লুটপাট আর বোমাবাজি হয়। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ বিভিন্নভাবে গরীব অসহায় মানুষকে সহযোগিতা করা হচ্ছে। শুধু তাই নয়, গ্রামেগঞ্জের মসজিদ, মন্দির, মক্তব, মাদ্রাসা, স্কুল-কলেজেও ব্যাপক হারে বরাদ্দ দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই গরীব অহসবায় মানুষ সুন্দর স্ষ্ঠুুভাবে খেয়ে পড়ে জীবন যাপন করতে পারছে। গতকাল সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কমর্রকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, উপজেলা প্রকৌশলী নাজির আহম্মেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, চেয়ারম্যান সাহেব আলী, আব্দুল আওয়াল তালুকদার, ফরহাদ আহম্মেদ আব্বাস, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সালেক মিয়া প্রমূখ।


     এই বিভাগের আরো খবর