,

সুতাং নদীর সেতুটি মেরামত করে দিচ্ছে চা-বাগান কর্তৃপক্ষ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের বদরগাজী গ্রামের নিকটে সুতাং নদীর উপর দেবে যাওয়া নির্মিত সেতুটি দেউন্দি চা-বাগান কর্তৃপক্ষ চলাচলের জন্য মেরামত করে দিচ্ছে। সেতুটি দেবে যাওয়ায় ঐ সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সূত্রে জানা যায়, ২০০০ সালে প্রায় কোটি টাকা ব্যয় করে প্রায় ১শ ফুট দৈর্ঘ্য সুতাং নদীর উপর এ সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় ১৪ বৎসর অতিক্রম করার আগেই সেতুটি দেবে গেছে। দেবে যাওয়া সেতু সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশ হওয়ার পর ও এলজিইডি কর্তৃপক্ষের নজরে আসেনি। এদিকে চুনারুঘাটের দেউন্দি চা-বাগান ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন ও সহকারী ব্যবস্থাপক দেবাশীস রায় বাগানের মালামাল ও জনসাধারণের চলাচলের লক্ষ্যে নিজ উদ্দ্যোগে কাঠ ও বাঁশের খুঁটি দিয়ে ভেঙ্গেঁপড়া থেকে সেতুটি রক্ষা ও চলাচলের উপযোগী করে দিচ্ছেন। সাম্প্রতিক কালে শায়েস্তাগঞ্জ- দেউন্দি সড়কের বদর গাজীস্থ উপর সুতাং নদীর বালু ও পাহাড়ী কাঠ চলাচলের কারণে এ সেতুটি দেবে পড়েছে। এ জন গুরুত্বপূর্ণ রাস্তায় দেবে যাওয়া সেতুটি দ্রুত পূনঃ নির্মাণের দাবী জানাচ্ছে এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর