,

অনার্স দ্বিতীয় বষের্র ফল প্রকাশ

সময় ডেস্ক ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৯৩ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ (প্রমোটেড) হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁনফ.রহভড় এবং িি.িহঁধফসরংংরড়হ.রহভড় থেকে ফলাফল জানা যাবে।   এ ছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে হঁ স্পেস য২ স্পেস জড়ষষ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে। বিশ্ববিদ্যালয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে আরও জানানো হয়, এ পরীক্ষায় ২৭টি বিষয়ে সারাদেশের ৩১৯টি কলেজ থেকে ২ লাখ ৯১ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মোট ১৫০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ২০১২ সালে অনার্স দ্বিতীয় বষের্র তত্ত্বীয় পরীক্ষা এ বছরের জুন মাসে শেষ হয়। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয় সেপ্টেম্বর মাসে।


     এই বিভাগের আরো খবর