,

বাহুবলে জামায়াতের সেক্রেটারী ও প্রেসক্লাব নেতা আটক ॥ মুক্তির দাবিতে বিক্ষোভ

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট জালাল উদ্দিন আখঞ্জী কে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার মিরপুর বাজার থেকে এ.এস.পি সার্কেল সাজ্জাদ ইবনে রায়হান তাকে আটক করে। আটক জালাল উদ্দিন আখঞ্জী আগামীকাল শুক্রবার বাহুবল মডেল প্রেস ক্লাবের নির্বাচনে সেক্রেটারী প্রার্থী। তাকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত ইসলামী নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলার মিরপুর বাজারে  মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্বদেন উপজেলা জামায়াতের সভাপতি কাজী আব্দুর রউফ বাহার ও শিবিরের সভাপতি আজহারুল ইসলাম মোয়াজ। মিছিলটি মিরপুর বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় চৌমুহনীতে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক সাদিকুর রহমান, জেলা শিবিরের সাবেক সভাপতি মীর জমিলুন্নবী ফয়সল, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক শামীম আহমেদ, থানা শিবিরের সাবেক সভাপতি জমির আলী, মোস্তফা আল হোসাইন, শিবিরের থানা সেক্রেটারি শাহজাহান মিয়া, হাফেজ আব্দুর রকিব প্রমূখ। বক্তরা বলেন, সেক্রেটারী জালাল উদ্দিন আখনজী বাহুল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় তিনি নির্বাচনী কাজে সকালে বাড়ি থেকে বের হয়ে বাহুবল যাওয়ার পথে মিরপুর আসেন। এসময় থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। বক্তরা আরো বলেন, তার অনতিবিলম্বে মুক্তির দাবি জানান এবং পুলিশ জামায়াত-শিবিরের শান্তিপূর্ন কর্মসুচিতে বাধা না দেয়ার হুশিয়ারি দেন। অন্যতায় বাহুবলে জামায়াত-শিবিরের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মিরপুর বাজার থেকে জামায়াতের সেক্রেটারি জালাল উদ্দিন আখনজিকে গ্রেফতার করা হয়।


     এই বিভাগের আরো খবর