,

নবীগঞ্জে লন্ডন প্রবাসী শিবির নেতা কর্তৃক মসজিদের খতিব লাঞ্চিত সংবাদ প্রকাশ না করার হুমকি ॥ এলাকায় টানটান উত্তেজনা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর নতুন বাজার জামে মসজিদের খতিবকে জামাত শিবির নেতা কর্তৃক লাঞ্চিত করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে মসজিদের মুসল্লিরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর নতুনবাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ছালেহ আহমদ ওয়াইসি বিগত কয়েক বছর যাবৎ ওই বাজারের জামে মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। ইদানিং ওই মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য মৃত শাহজাহান মিয়ার পুত্র লন্ডন প্রবাসী জামাত শিবির নেতা রুহেল আহমদ ওই খতিবকে সাইদী, নিজামী ও জামাত ইসলামের পক্ষে মসজিদে ওয়াজ করার জন্য প্ররোচনা দিয়ে আসছে। তার কথা মতো তিনি ওয়াজ বয়ান না করায় বা যুদ্ধাপরাধীদের সমর্থন না করায় গত শুক্রবার পবিত্র কোরআন তাফসিরের সময় ওই খতিবকে লাঞ্চিত করে। এ সময় তাকে সমর্থন করে তার সহযোগী জিল্লুর রহমান জিলু নামের আরেক ব্যক্তি। এ সময় মসজিদে উপস্থিত অন্যান্য মুসল্লিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আবু বক্কর, ফারুক মিয়া, আব্দুস সালাম, মসজিদ প্রতিষ্ঠাতা উত্তর সূরী হাফিজুর রহমান, মোঃ শাহ আলম, ময়না মিয়া, ছাদিক মিয়া, আবুল মিয়া সহ অসংখ্য মুসল্লিগণ। লন্ডন প্রবাসী জামাত শিবির নেতা মসজিদের দাতা ও প্রতিষ্ঠাতা পরিবারের উত্তর সূরী ও প্রভাবশালী হওয়ায় ওই খতিবকে অন্যায়ভাবে চাকুরীচ্যুৎ করে মসজিদে না ডুকার জন্য বলা দেন। এই ঘটনার প্রেক্ষিতে মসজিদের মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করে। দু’ভাগে বিভক্ত হয়ে যায় মুসল্লিরা। এ ব্যাপারে মসজিদের খতিব মুফতী মাওলানা ছালেহ আহমদ ওয়াইসি বলেন, আমার সাথে যে আচরন করেছেন ওই লন্ডন প্রবাসী ও শিবির নেতা এর কারন হলো তিনি দীঘদিন ধরে আমাকে বিভিন্ন ভাবে অনুনয় বিনয় করে প্ররোচনা দিচ্ছিলেন যে, যুদ্ধাপরাধী নিজামী ও সাঈদী সহ জামাত ইসলামীর ওই নেতাদের পক্ষে মসজিদে ওয়াজ বয়ানের সময় তাদের পক্ষে কথা বলার জন্য। আমি তার কথা না শুনায় কোন কারন ছাড়াই পূর্ব পরিকল্পীত ভাবে মসজিদের ভিতরেই আমার সাথে অশুভন আচরন করেন। এ ঘটনা নিয়ে বেশী বাড়াবাড়ি না করার জন্য বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকিও দেওয়া হচ্ছে এবং সংবাদ প্রকাশ করা হলে দেখে নেওয়ার হুমকি দেন।


     এই বিভাগের আরো খবর