,

নেপথ্য কারণ জমি নিয়ে বিরোধ বাহুবলে প্রতিপক্ষকে ফাঁসাতে একের পর এক মিথ্যা মামলা

বাহুবল সংবাদদাতা ॥ বাহুবল উপজেলার রঘুপাশা গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র মমিন হোসেন নামে নিরীহ এক ব্যক্তির জমির (রঘুপাশা মৌজার ১০৭ নং খতিয়ান ও ১১৯ দাগের) আইল কেটে নিজের জমির সাথে মিশিয়ে অভিনব কায়দায় দখল করার হীন চেষ্টা করছে প্রতিবেশী বহু অপকর্মের হোতা মৃত হাসন উল্লাহর পুত্র বিয়ে পাগল আব্দুল ওয়াহিদ (৩০) ও তার কতিপয় সহযোগিরা। মমিনের জমি রক্ষাকল্পে  বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেও কোন সুরাহা করতে পারেননি। বরং ওয়াহিদ ও তার লোকজন উল্টো হুমকি ধমকি দিয়ে প্রাণনাশের ভীতি প্রদর্শন করে যাচ্ছে অবিরত। আব্দুল ওয়াহিদ নিরীহ মমিনকে ঘায়েল করতে একের পর এক নানা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। একটি মানুষকে কিভাবে নিঃস্ব করা যায় তার সবগুলো কৌশলই প্রয়োগ করে যাচ্ছে কুটকৌশলের ফন্দিবাজ ওয়াহিদ। এই অপচেষ্টা করে যাচ্ছে অনেকদিন ধরে। চলতি বছরের শুরুতে ওয়াহিদ মমিনকে ক্ষতিগ্রস্থ করতে মিথ্যা সাজানো টাকা আত্মসাতের মামলা দিয়ে ঘায়েল করার চেষ্টা করে। কিন্তু বিজ্ঞ আদালত মামলাটি মিথ্যা সাব্যস্থ করে কারিজ করে দেন। পরবর্তীতে আরো নানা মিথ্যা মামলা দিয়েই যাচ্ছে। কিন্তু কোনভাবেই মমিনকে ঘায়েল করতে না পারায় অবশেষে হিংস্র প্রাণির ন্যায় মমিন ও তার পরিবারের লোকজনকে প্রকাশ্য প্রাণে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে ওয়াহিদ ও তার লোকজন। মানুষ খুন করে হলেও জমি চাই নীতি অবলম্বন করছে ওয়াহিদ। তার এসব অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভোগছেন মমিন ও তার পরিবার। ফলে গ্রামবাসীর পরামর্শে মমিন হোসেন নিরাপত্তার জন্য বাহুবল থানায় ওয়াহিদ, মুহিত, শাহ আলম, কলি আক্তারের বিরুদ্ধে জিডি (নং ১৫৩, তাং ৪/৯/১৪) করেন। জিডিতে তিনি ওয়াহিদ ও তার লোকজনের দ্বারা প্রাণে হত্যার অভিযোগ করেন।


     এই বিভাগের আরো খবর