,

চুনারুঘাটে তাফসীর আরম্ভ ॥ স্থানীয়দের হরতাল প্রত্যাখ্যান

চুনারুঘাট প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মতিউর রহমান নিজামী’র ফাঁসির রায় নিশ্চিত হলে দু’দফায় হরতাল ডাকে জামায়াত শিবির। গতকাল থেকে দি¦তীয় দফার ৪৮ ঘন্টার হরতাল পালন শুরু করে তারা। দেশের বিভিন্ন স্থানে হরতালের আধিক্য দেখা গেলেও চুনারুঘাটে এর প্রভাব পড়েনি। এর একমাত্র করণ  তাফসীরুল কুরআন মহা সম্মেলন। অদূর এবং দূর-দূরান্ত থেকে শ্র“তাগণ যাতে আসতে অসুবিধা না হয়, সেজন্য মসজিদ কমিটি হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানান। আর এই আহ্বানে সাড়া দেয় সমস্ত চুনারুঘাটবাসী। তাই কোথাও হরতাল নামক নৈরাজ্য লক্ষ্য করা যায়নি। সারাদিন হবিগঞ্জ চুনারুঘাট সড়কে বিরতিহীনভাবে সর্বপ্রকার যানবাহন চলাচল করতে দেখা যায়। এই মুসলিম দেশে ধর্মের প্রতি মানুষের যে অভ্যন্তরিক অনুরাগ রয়েছে, তা এই হরতাল প্রত্যাখ্যানের মাধ্যমে চুনারুঘাটবাসী প্রমান করলো। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও সুসজ্জিত ও স্বয়ংসম্পূর্ণভাবে চুনারুঘাট জামেয়া ইসলামিয়া কওমিয়া শামছুল উলূম মাদ্রাসার তাফসীরুল কুরআন মহা সম্মেলন আনুষ্ঠানিকভাবে ১ ই নভেম্বর শনিবার থেকে শুরু হয়েছে। চুনারুঘাট সদর ঈদগাহ্ ময়দানে ৭ দিন ব্যাপি এ মহা সম্মেলনে সভাপতিত্ব করছেন আলহাজ্ব হযরত মাওঃ সিরাজুল ইসলাম (পেশ ঈমাম, চুনারুঘাট জামে মসজিদ)। প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা তাফাজ্জুল হক সাহেব (মুহাদ্দীসে হবিগঞ্জি)। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা হাফেজ জুনায়ীদ সাহেব, বাবুনগরী (মুহাদ্দীস, হাটাজারী আরাবী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম)। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছেন, হযরত মাওঃ মোহাম্মদ আলী, মুফ্তী লুৎফুর রহমান ও মুফ্তী হারুনুর রশীদ সাহেব। সাপ্তাহিক এ সম্মেলন আগামী শুক্রবার সমাপ্ত হবে। প্রতিদিন আছরের নামাজের পর থেকে রাত্র ১০.৩০ মিনিট পর্যন্ত অভিজ্ঞ কুরআনের হাফেজ ও মুহাদ্দীসগন কুরআনের আলোকে জীবন গড়ার জন্য সবাইকে উদ্ধত করার প্রয়াসে বয়ান করবেন। এদিকে তাফসীরের ১ম দিন গত শনিবার বিকেল থেকে বয়ান শুনার জন্য শত শত মানুষের ঢল লক্ষ্য করা যায়। দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে মসজিদ সংলগ্ন ঈদগাহ্ ময়দান প্রাঙ্গনে। সন্ধার পর পরই মানুষের ভিড় আরো বাড়তে থাকে। একসময় রাস্তার অর্ধেক দখল করে ধর্মপ্রাণ মুসলমানগণ দাঁড়িয়ে মনোযোগের সাথে বক্তাগণের কথাবার্তা শ্রবণ করেন। প্রখ্যাত বক্তা হযরত মাওঃ মুফ্তী বশীর আহমদ সাহেব ও দ্বিতীয় দিন হযরত মাওঃ জুবায়ের আহমদ আনছারী সাহেব প্রধান আকর্ষন হিসেবে তাঁদের বক্তব্য পেশ করেন। মাহফিল ও মাহফিলের আশে পাশে কোন বিশৃঙ্খলা প্রত্যক্ষ করা যায়নি। সঠিক ও স্বাভাবিক নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে ১ম ও ২য় দিনের অধিবেশন সমাপ্ত হয়।


     এই বিভাগের আরো খবর