,

৫ ও ৬ নভেম্বরের জেএসসি পরীক্ষাও পেছাল

সময় ডেস্ক ॥ হরতালের কারণে ৫ ও ৬ নভেম্বরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে। ৫ নভেম্বরের পরীক্ষা আগামী ১৯ নভেম্বর ও ৬ নভেম্বরের পরীক্ষা ২০ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সচিবালয়ে গতকাল সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায়   এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোডের্র চেয়ারম্যান অধ্যাপক দিলারা হাফিজ উপস্থিত ছিলেন। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৫ নভেম্বর জেএসসিতে ইংরেজি প্রথম পত্র ও ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অন্যদিকে, জেডিসিতে ৫ নভেম্বর আরবি প্রথম পত্র ও ৬ নভেম্বর আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে এর আগে জেএসসি-জেডিসির ২ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে ৭ নভেম্বর এবং ৩ তারিখের পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়া হয়। ২ নভেম্বর রবিবার থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে আগামী বুধবারও হরতাল ডেকেছে দলটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রবিবার জামায়াতের কর্ম পরিষদের সদস্য মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়। এ রায়ের প্রতিবাদে ওই দিনই বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত। এর আগে মানবতাবিরোধী অপরাধে জামায়তের আমীর মতিউর রহমান নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে দুই দফায় মোট ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করে দলটি। ঘোষণা অনুযায়ী প্রথম দফায় বৃহস্পতিবার এবং দ্বিতীয় দফায় রবিবার থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত হরতাল কর্মসূচি ছিল।


     এই বিভাগের আরো খবর