,

চুনারুঘাটে তাফসীরুল কুরআন মহা সম্মেলন ॥ আখেরী মুনাজাত নিষ্পাদন

রায়হান আহমেদ ॥ গতকাল শুক্রবার চুনারুঘাট জামেয়া ইসলামিয়া কওমিয়া শামছুল উলূম মাদ্রাসার তাফসীরুল কুরআন মহা সম্মেলন এর আখেরী মুনাজাত সম্পন্ন হয়েছে। মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা তাফাজ্জুল হক সাহেব (মুহাদ্দীসে হবিগঞ্জি)। তাফসীর পেশ করেন যথাক্রমে আল্লামা নূরুল ইসলাম সাহেব (ওলীপুরী), আল্লামা মুফ্তী রশীদুর রহমান (বরুনা), মাওঃ আলাউদ্দিন সাহেব (করিমপুরী) ও আল্লামা ফজলুর রহমান সাহেব (সিলেট)। এদিকে বিকেল থেকে বয়ান শুনার জন্য শত শত মানুষের ঢল লক্ষ্য করা যায়। দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে মসজিদ সংলগ্ন ঈদগাহ্ ময়দান প্রাঙ্গনে। সন্ধার পর মানুষের ভিড় আরো বাড়তে থাকে। একসময় রাস্থার অর্ধেক দখল করে ধর্মপ্রাণ মুসলমানগণ দাঁড়িয়ে মনোযোগের সাথে বক্তাগণের কথাবার্তা শ্রবণ করেন। রাত ১১ টায় মুসলিম উম্মাহ’র শান্তি কামনা ও দেশের করুণ অবস্থার পরিবর্তনে আমলসহ পাক রাব্বুল আলামীনের কাছে রহমত ভিক্ষা চেয়ে এ বছরের মতো আখেরী মোনাজাত এবং তাফসীর নিষ্পন্ন হয়। অন্যান্য বছরের ন্যায় এ বছরও সুসজ্জিত ও স্বয়ংসম্পূর্ণভাবে চুনারুঘাট জামেয়া ইসলামিয়া কওমিয়া শামছুল উলূম মাদ্রাসার তাফসীরুল কুরআন মহা সম্মেলন আনুষ্ঠানিকভাবে ১নভেম্বর ২০১৪ ইং রোজ শনিবার থেকে শুরু হয়েছে। চুনারুঘাট সদর ঈদগাহ্ ময়দানে ৭ দিন ব্যাপি এ মহা সম্মেলনে সভাপতির আসনে, আলহাজ্ব হযরত মাওঃ সিরাজুল ইসলাম (পেশ ঈমাম, চুনারুঘাট জামে মসজিদ)। প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকেন, আল্লামা তাফাজ্জুল হক সাহেব (মুহাদ্দীসে হবিগঞ্জি)। বিশেষ অথিতি আল্লামা হাফেজ জুনায়ীদ সাহেব বাবুনগরী (মুহাদ্দীস, হাটাজারী আরাবী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম)। অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন, হযরত মাওঃ মোহাম্মদ আলী, মুফ্তী লুৎফুর রহমান ও মুফ্তী হারুনুর রশীদ সাহেব।
দীর্ঘ এক সপ্তাহ তাফসীর চলাকালে তাফসীরের আশে পাশে কোন বিশৃঙ্খলা প্রত্যক্ষ করা যায়নি। সঠিক ও স্বাভাবিক নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এর কার্যক্রমের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, এই কুরআন মহা সম্মেলনকে উপলক্ষ্য করে জামায়াত শিবিরের ডাকা সবধরনের হরতাল গ্রহন করেনি জনসাধাণ। তাই কোথাও কোন রকম নৈরাজ্যের প্রশ্ন্ উঠেনি।


     এই বিভাগের আরো খবর