,

মান্দারকান্দিতে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা গুরুতর আহত নুরুল আমিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ॥

নুরুল আমিন পাঠান ॥ নবীগঞ্জের মান্দারকান্দিতে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নুরুল আমিন (৫০) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দার কান্দি গ্রামে। জানা যায়, মান্দারকান্দি গ্রামের নুরুল আমিনের চাচাত ভাই আব্দুল্লাহর স্ত্রী চম্পা বেগম (৩০) এর সাথে একই গ্রামের মনর উদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই প্রেক্ষিতে চম্পা বেগমের ঘরে প্রতিনিয়ত আসা যাওয়া করত মনর উদ্দিন। বিষয়টি জানাযানি হলে চম্পা বেগমের স্বামী আব্দুল্লাহ ও তার চাচাত ভাই নুরুল আমিন মনর উদ্দিনকে চম্পা বেগমের ঘরে না আসার জন্য নিষেধ করেন। এ নিয়ে গ্রামের মুরুব্বিয়ান মনর উদ্দিন কে চম্পা বেগমের বাড়ীতে না যাওয়ার জন্য বারণ করেন। কিন্তু তাদের নিষেধ অমান্য করে মনর উদ্দিন চম্পা বেগমের ঘরে আসা যাওয়া চালিয়ে যায়। এমতাবস্থায় নুরুল আমিন গং তাকে হাতেনাতে ধরে উত্তম মধ্যম দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মনর উদ্দিন নুরুল আমিনের উপর মিথ্যা মামলা দায়ের করে। দীর্ঘদিন যাবৎ এ মামলাটি চলমান রয়েছে। এরই জের ধরে গত বুধবার রাতে মনর উদ্দিন, একই গ্রামের মৃত কনা মিয়ার পুত্র মানিক মিয়া ও কাপ্তান মিয়া গং তার উপরে হামলা চালিয়ে তাকে হাত, পা ও মুখ বেধে বেদরক মারপিট করে অজ্ঞান অবস্থায় মান্দারকান্দি শশ্মান ঘাট এলাকার ধান ক্ষেতে উলঙ্গ করে ফেলে রাখে। রাত্রে নুরুল আমিন ঘরে না ফিরায় পরিবারের লোকজন অনেক খুজাখুজির পর সকালে হাত পা ও মুখ বাধা অবস্থায় উল্লেখিত স্থানে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত নুরুল ইসলাম এ সংবাদ লিখা পর্যন্ত হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।


     এই বিভাগের আরো খবর