,

আতানগীরি গ্রামে মাস ব্যাপী জুয়া, যাত্রা, হাউজি ও অশ্লীল নৃত্য ॥ প্রতিবাদে ফুঁসে উঠেছে একাবাসী ॥ নবীগঞ্জে প্রতিবাদ সমাবেশ করে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

নুরুল আমিন পাঠান ॥ নবীগঞ্জ উপজেলার সামান্তবর্তী মৌলভী বাজার জেলার আতানগীরি গ্রামে জুয়া,যাত্রা,হাউজি, ও অশ্লীল নৃত্য এর প্রতিবাদে ফুঁসে উঠেছে নবীগঞ্জের দিনার পুর পরগনার লোকজন। গতকাল সোমবার বিকালে দিনারপুর কলেজ সংলগ্ন দেওপাড়া ফুটবল মাঠে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় দিনার পুর পরগনার তিনটি ইউনিয়নের ছাত্র-জনতা সহ কয়েক হাজার মানুষের সমাগম হয়।সমাবেশে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়েছে এর মধ্যে আতানগিরির এসব অসামাজিক কার্যকলাপ বন্ধ না করা হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে। পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমানের সভাপতিত্বে ও যুবনেতা আমিনুল ইসলাম এলাইছের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শফিউল আলম বজলু। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, দেবপাড়া ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, জাপা নেতা বিশিষ্ট মুরব্বি ইলিয়াছ মিয়া, আউশকান্দি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মুরশেদ আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.এ আহমদ আজাদ, মুক্তিযোদ্ধা সাবেক মেম্বার দিলাওর হোসেন, মুরব্বী আব্দুর রশিদ, ডাঃ সাজিদুর রহমান, উপজেলা যুবলীগের যুন্ম আহবায়ক শাহ গোল আহমদ কাজল, আন্দোলনের উদ্যোক্তা আফজাল মোঃ আনফাল মেম্বার ও জাপা নেতা শাহ ইসমাঈল মিয়া, শাহ গোলাম ইজদানী শামীম, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক নরুল আমিন পাঠান (ফুল মিয়া) সাংগঠনিক মির্জা হোসাইন আহমদ হামজা, আউশকান্দি গ্যাস আন্দোলন নেতা আব্দুল মুকিত, জমসেদ আলী মেম্বার, জাপা নেতা নুরুল হক তুহিন, উপজেলা যুবলীগ নেতা শাহ সোফায়েল আহমদ, ছাত্রদল নেতা জাকির হোসেন, ছাত্রলীগের নেতা আবুল হোসেন লাল, ফখরুল ইসলাম, শিহাব আহমদ প্রমূখ। সভায় নবীগঞ্জের ঘরে ঘরে বিবিয়ানার গ্যাস চাই দাবিটি তুলে ধরা হয়। এসময় উপস্থিত জনতা গ্যাসের দাবির প্রতি তাদের সর্মথন জানান। উল্লেখ্য যে দীর্ঘ একমাস যাবৎ আতানগিরি গ্রামের মধ্যে জুয়া, যাত্রা, হাউজি, ও অশ্লীল নৃত্য চলছে। ফলে এলাকার যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে চলছে। এসব কর্মকান্ড বন্ধে আইন শৃঙ্খলা বাহীনির হস্তক্ষেপ কামনা করেন তারা।


     এই বিভাগের আরো খবর