,

গোপায়ায় ৮০টাকা নিয়ে সংঘর্ষ মহিলাসহ প্রায় অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে ৮০টাকা পাওনার ঘটনাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতসূত্রে জানা যায়, ওই গ্রামের সাবাজের স্ত্রী নূরজাহানের নিকট থেকে একই গ্রামের সৈয়দ আলী ৮০টাকা ধার নেয়। ওই টাকা গতকাল সকালে নূরজাহান সৈয়দ আলীর কাছ থেকে আনতে গেলে সৈয়দ আলী টাকা দিতে অস্বীকার করে । এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিন মিয়া (২৩), জিতু মিয়া (৪৫), শাহ আলম (২০), ফজর আলী (৬০), সাজুল ইসলাম (৩২), রিপেন (২২) তাহির মিয়া (৩৫), মহিবুর (৩০) , নজরুল ইসলাম (২৮), শহিদুল ইসলাম (৩৬), ছানু মিয়া (৪৫), ফারুক মিয়া (১৮), লায়েছ মিয়া (২৩) , জিয়া উদ্দিন (২৪), মঈনুল (১৫), আছিয়া (৪৫), রিজন আহমেদ (২৬), সুজন মিয়া (১৫) শের আলী (৪৫) লিয়াকত আলী (৬০), মামুন মিয়া (২৮), আল আমিন (১০), এখলাছ মিয়া (৪৫), বিলকিছ মিয়া (৩৫), আব্দুল আলী (৭৫), শরীফ উদ্দিন (৩০), ফরহাদ (১৪), আব্দুল কাদির (৩৮), সৈয়দ আলী (২৬), সেফুল (২৫), নুর ইসলাম (৩৫), দিলারা (২২), রিপন (১৫), সালাম (৪০), তাহির (৪০), কামাল (২৬) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর থানার এস.আই মিন্টু দে’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।


     এই বিভাগের আরো খবর