,

চা-শ্রমিকের ৩টি বাসা ও দোকান পুড়ে ছাই দেউন্দি চা বাগানে অগ্নিকান্ড প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ চুনারুঘাটের দেউন্দি চা বাগানে চা-শ্রমিকের ৩টি বাসা ও ৩টি দোকানের নগদ টাকা, স্বর্ণ সহ মালামাল আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। জানা যায়, গত ২০নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেউন্দি চা-বাগানে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনার খবর পেয়ে দেউন্দি চা-বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারী ব্যবস্থাপক দেবাশীষ রায়, রুবেল আহমেদ মোবাইলফোনে হবিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা বাগানে এসে বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি বজেন্দ্র সাওতাল, চা-শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রবির বুনার্জী বুট্টু ও রমেশমাল মেম্বারের নেতৃত্বে চা-বাগানের শত শত চা শ্রমিকের সহযোগিতায় রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, তৎকালীন পাকিস্তান আমলে ১৯৬৫ সালে সরকার অনুমোদিত অমেলেন্দুসাহা দেশীয় মদের দোকানের বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়লে একই স্থানে দেশীয় মদের দোকান, মুদি দোকান, মোবাইল সার্ভিসিং দোকান সহ চা শ্রমিকের ৩টি বাসার আসবাব-পত্র, নগদ টাকা, ৮ভরি স্বর্ণ, ফ্রিজ, টিভি, কাপড়, সেলাই মেসিন সহ অনেক মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে চা-শ্রমিকের দোকান ও বাসার পাকা দেয়াল ফেটে গিয়েছে এবং উপরের টিনগুলো সম্পুর্ন নষ্ট হয়ে গেছে। এসময় ৩টি বাসা ও ৩টি দোকানের মারামাল বের করতে পারেনি। ক্ষতিগ্রস্থ চা-শ্রমিক দোকান ও বাসার মালিকরা হচ্ছেন, অমেলেন্দু সাহা, শীমুল সাহা, সুমন সাহা, সেমল সাহা। বাগানের চা-শ্রমিক ও হবিগঞ্জ দমকল বাহিনী সূত্রে জানা যায়, আগুনে চা-শ্রমিকের ৩টি বাসা ও ৩টি দোকানের মালামাল পুড়ে যাওয়ায় প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনার খবর শুনে গত ২১ নভেম্বর শুক্রবার সকালে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশহুদুল কবীর, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াহেদ মাষ্টার ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ঘটনা স্থল পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর