,

নবীগঞ্জবাসী হতাশ ! যে এলাকায় প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় ওই এলাকার জনগণ সম্পদ ব্যবহারের সুবিধা পাওয়ার অধিকার রাখে শেখ হাসিনা

এটিএম নূরুল ইসলাম খেজুর, বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে ফিরে ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,যে এলাকায় প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় ওই এলাকার জনগণ ওই সম্পদ ব্যবহারের সুবিধা পাওয়ার অধিকার রাখে। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জের দীঘলবাঁকস্থ বিবিয়ানা গ্যাসফিল্ড সম্প্রসারণ এবং বিবিয়ানা ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপ লাইন সরবরাহসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধি সমাবেশে উপরোক্ত কথা বলেন। প্রধানমন্ত্রী তার লিখিত বক্তব্যে আরো বলেন, আমাদের জ্বালানীর মূল উৎস প্রাকৃতিক গ্যাস যা পরিবেশ বান্ধব এবং মূল্য সাশ্রয়ী এই গ্যাস আমাদের কৃষি শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণ তথা অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান শক্তি। তিনি বলেন, এই গ্যাস আমাদের কৃষি, শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণ তথা অর্থনৈতিক সম্মৃদ্ধির অন্যতম শক্তি যা দেশের মোট বাণিজ্যিক জ্বালানির শতকরা ৭৩ ভাগ গ্যাস হতে মেটানো হয়। যা আমাদের বৈদেশিক মূদ্রাকে সাশ্রয় করছে। খনিজ, জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সভাপত্বিতে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী এমপি, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, শেভরন এশিয়ান প্যাসিফিক চেয়ারম্যান মায়ার মেলোডি, শেভরন বাংলাদেশের চেয়ারম্যান জেমস ষ্ট্রং, জ্বালানী খনিজ সম্পদ ও বিদ্যুত সচিব আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেট্টোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ এবং অনুষ্টান উপস্থাপনা করেন বিটিভির ইংরেজী সংবাদ উপস্থাপক শামীমা রহমান। প্রধানমন্ত্রী নবীগঞ্জের বিবিয়ানা থেকে গাজিপুরের ধনুয়া পর্যন্ত ৩৬ ইঞ্চি ব্যাসার্ধের ১৩৭ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইনটি এ যাবতকালের সর্বোচ্চ ব্যাস বিশিষ্ট পাইপ লাইনটি স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। সেই সাথে প্রধানমন্ত্রী স্থানীয় জনগনের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরন করেন। প্রধানমন্ত্রী এর আগে সমাবেশস্থলে স্থাপিত গ্যাস ফিল্ড সম্প্রসারণ, বিবিয়ানা-ধনুয়া পাইপলাইনে সরবরাহ, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট সংযোগ সড়ক এবং নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধনসহ বিবিয়ানা ৪০০ মেঘাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নিমার্ণ প্রকল্প, বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট, বিজনা ব্রিজ, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় নবীগঞ্জের কৃতিসন্তান সাবেক সাংসদ মরহুম আলহাজ্ব দেওয়ান ফরিদগাজী ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার কথা স্মরন করেন। প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে দুপুর সাড়ে ১১টায় সভাস্থলে এসে যোগ দেন। ঘন কুয়াশার কারনে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পর সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। সভায় আমন্ত্রিত সংসদ সদস্যবৃন্দ, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে, যে এলাকায় প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় ওই এলাকার জনগণ ওই সম্পদ ব্যবহারের সুবিধা পাওয়ার অধিকার রাখে স্বীকার করলেও নবীগঞ্জবাসীর গ্যাস পাওয়ার দাবির আন্দোলন এবং নবীগঞ্জের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে কোন বক্তব্য দেননি। এতে নবীগঞ্জবাসী হতাশ হয়েছেন।


     এই বিভাগের আরো খবর