,

চুনারুঘাট-আসামপাড়া সড়কের গাছ কেটে নিচ্ছে চোরাকারবাড়ীরা

মুহিব, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট-আসামপাড়া সড়কের গঙ্গানগর এলাকায় গত রবিবার রাতে অসংখ্য আকাশী গাছ কেটে নিয়েছে চোরাকারবাড়ীরা। জানা যায়, চুনারুঘাট-আসামপাড়া রুটে গঙ্গানগর বনগাঁও, জারুলিয়া, চেগানগর, কোনাগাঁও এলাকায় প্রচুর পরিমাণ গাছ কেটে নিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। এতে ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চোরাকারবারীরা গাছ কেটে নিয়ে ডালপালাগুলো রাস্তার দুপাশে ধানী জমিতে ফেলে রেখে যায়। গাছ কেটে নেয়ার ফলে ঐ এলাকায় পরিবেশ বিপর্যয় এর সৃষ্টি হয়েছে পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ গাছ চোরাকারবারীরা চুনারুঘাট এর বিভিন্ন রুটে প্রতিনিয়ত সৃজিত গাছ কেটে সাবাড় করছে। প্রশাসন ও বন বিভাগের উদাসীনতা ও অবহেলার কারণে এই চোরাকারবারীরা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। এইভাবে চলতে থাকলে একদিন চুনারুঘাট উপজেলার বিভিন্ন সড়কের ‘দু’পাশে আর কোন গাছ অবশিষ্ট থাকবে না। সচেতন নাগরিকদের প্রত্যাশা প্রশাসন এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চুনারুঘাট উপজেলার বিভিন্ন সড়কের ‘দু’পাশের গাছগুলো রক্ষা করবেন।


     এই বিভাগের আরো খবর