,

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা থেকে মেয়র জি.কে গউছের নাম প্রত্যাহারের দাবীতে মহিলাদলের প্রতিবাদ সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মেয়র আলহাজ্ব জি.কে গউছের নাম প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা মহিলা দল। গতকাল সোমবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহিলা দলের বিভিন্ন ইউনিটের হাজারো নেত্রী ও সদস্যরা অংশ গ্রহন করেন। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, এডভোকেট এস.এম বজলুর রহমান, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল ও জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ। সমাবেশে বক্তব্য রাখেন- জালাল আহমেদ, কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মহসিন সিকদার, জয়নাল আবেদীন, এমদাদুল হক ইমরান, শেখ মখলিছ, আাব্দুল কাইয়ুম, রুজি চৌধুরী, শাহনাজ বেগম, নুরজাহান ফাতেমা, ফাহিমা আক্তার, শাহেনা আক্তার, লাইজু আক্তার, কোহিনুর আক্তার, হুসনা আক্তার, সুলতানা বেগম, সুফিয়া আক্তার, কেলন বিবি, কুলসুমা আক্তার, মিনা বেগম, জুসনা বেগম, সালমা বেগম, জগতবানু, রিজিয়া বেগম, ফরিদা আক্তার, রাজিয়া বেগম, সাথি বেগম, হেনা বেগম, শান্তা বেগম, আবেদা বেগম, আয়েশা বেগম কামরুন্নেছা, রুবিনা আক্তার, মায়া বেগম প্রমুখ। সভায় বক্তারা বলেন- কিবরিয়া হত্যা মামলায় মেয়র জি.কে গউছকে জড়িয়ে আওয়ামীলীগ নেতার দিবা স্বপ্ন বাস্থবায়ন হবে না। বক্তারা বলেন- সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার অবশ্যই হবিগঞ্জবাসী চায়। কিন্ত ইতিমধ্যে কিবরিয়া হত্যাকান্ডের ৯ বছর অতিবাহিত হয়েছে। ৯ বছরের মধ্যে একটিবারের জন্যও কিবরিয়া হত্যাকান্ড নিয়ে জি.কে গউছের নাম উচ্চারিত হয়নি। ৯ বছরে বিএনপি সরকারের আমলে, আওয়ামীলীগ সরকারের আমলে এবং তত্বাবধায়ক সরকারের আমলেও কিবরিয়া হত্যাকান্ডের তদন্ত হয়েছে। কোথাও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম আসেনি। কিন্তু হঠাৎ করে আলহাজ্ব জি.কে গউছকে জড়িয়ে কিবরিয়া হত্যাকান্ডের চার্জশীট দেয়ায় প্রমানিত হয়েছে হবিগঞ্জকে আওয়ামীলীগ বিএনপিমুক্ত করতে চায়। আওয়ামীলীগের সেই দিবা স্বপ্ন জনগণ বাস্তবায়ন হতে দেবে না। বক্তারা বলেন- কিবরিয়া হত্যাকান্ডের সময় মেয়র জি.কে গউছ তার পিতাকে নিয়ে সৌদি আরবে পবিত্র হজ্জ পালন করতে সেখানে অবস্থান করছিলেন। সৌদি আরবে থেকে একজন লোক কিভাবে হবিগঞ্জের বৈদ্যের বাজারে কিবরিয়া হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত থাকতে পারেন। বক্তারা বলেন- এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় মহিলাদলের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। রাজপথে থেকে দাবী আদায় করে ছাড়বে। মহিলাদলকে কঠোর হওয়ার আগেই আওয়ামীলীগের শুভ বুদ্ধির উদয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মহিলাদল নেত্রীরা।


     এই বিভাগের আরো খবর