,

নান্দনিকতা আর ঐতিহ্যের মিশেলে পুনঃনির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

আহছানুজ্জামান মান্না ॥ নান্দনিকতা আর ঐতিহ্যের মিশেলে পুনঃনির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৪টায় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে শহীদ মিনারের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর পর সন্ধ্যা ৬টায় উদ্বোধনী ফলক উন্মোচন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সাড়ে ৬ টায় শহীদ মিনারের মুক্তমঞ্চে শুরু হয় সুধী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী ছাড়াও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত আসনের মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে, শহীদ মিনার উদ্বোধন উপলক্ষে পুরো এলাকাকে সাজানো হয় বর্ণিল সাঝে। চারদিকে রঙিন ফেস্টুন, রাস্তার বিপরীত পার্শ্বের দেয়ালগুলোতে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের স্থিরচিত্র আর মূল সড়কে আঁকা হয়েছে বিশাল আল্পনা। আয়োজন করা হয়েছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের। দুপুর থেকেই লোকে লোকারণ্য হয়ে পড়ে পুরো শহীদ মিনার এলাকা। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানমালার উদ্বোধন হলেও মূল অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা থেকে। ফলে সন্ধ্যার পর মানুষের ভীড়ের কারণে বন্ধ করে দেওয়া হয় জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক। তারপরও যেন তিল ধারণের ঠাঁই নেই। সন্ধ্যা ৬টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে আসেন অতিথিরা। শুরুতেই তারা উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে মন্ত্রী এবং সংসদ কেয়া চৌধুরীসহ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদ-সদস্য কেয়া চৌধুরী, মুক্তিযোদ্ধাসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর